ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্বাচনকালীন সরকারের জন্য সমঝোতা হতে হবে ॥ ড. মোশাররফ

প্রকাশিত: ০৮:১৮, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

নির্বাচনকালীন সরকারের জন্য সমঝোতা হতে হবে ॥ ড. মোশাররফ

স্টাফ রিপোর্টার ॥ জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে নির্বাচনকালীন সরকারের জন্য রাজনৈতিক সমঝোতা হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বুধবার দুপুরে ডিআরইউতে জাগপা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এই ব্যক্তির অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তারপরও আমরা বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচন কমিশনের কর্মকা- কেমন হয় দেখার জন্য অপেক্ষা করব। ড. মোশাররফ বলেন, নির্বাচনকালীন সরকার ব্যবস্থার ব্যতয় ঘটলে দেশের জনগণ বসে থাকবে না। এ জন্য দেশে যে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি হবে তার দায়ভার এককভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিতে হবে। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, এখনও সময় আছে হুঁশ হন, অন্যথায় দেশে গণঅভ্যুত্থান সৃষ্টি হবেই। জাগপা সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেনÑ দলটির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সহ-সভাপতি আবু মোজাফফর, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান আসাদ, কেন্দ্রীয় নেতা শেখ ফরিদ প্রমুখ। আইনী অস্ত্রের বেআইনী প্রয়োগ হচ্ছেÑ নজরুল : আইনী অস্ত্রের বেআইনী প্রয়োগ হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। নয়াপল্টন ভাসানী ভবন মিলনায়তনে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। নজরুল ইসলাম খান বলেন, আমাদের আইনী অস্ত্র নেই। তবে আমাদের অস্ত্র জনগণ। তাই আমাদের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। আওয়ামী লীগ দেশের গণতন্ত্র হত্যা করেছে মন্তব্য করে তিনি বলেন, যে গণতন্ত্রকে ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৭১ সালের লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জন করেছি। আওয়ামী লীগ সরকার গঠন করে ক্ষমতাকে কুক্ষিগত করে সেই গণতন্ত্রকে হত্যা করেছে।
×