ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বটমূলে বোমা হামলা

ডেথ রেফারেন্স ও আপীল শুনানি ১৪ মার্চ

প্রকাশিত: ০৭:৫৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

ডেথ রেফারেন্স ও আপীল শুনানি ১৪ মার্চ

স্টাফ রিপোর্টার ॥ রমনার বটমূলে ছানানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় মৃত্যুদ-প্রাপ্ত জঙ্গী সংগঠন হরকত-উল-জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি হান্নানসহ অন্য আসামিদের ডেথ রেফারেন্স ও আসামিদের হাইকোর্টে আপীল শুনানি শেষ হবে আগামী ১৪ মার্চ। ওইদিন রাষ্ট্রপক্ষে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম চূড়ান্ত শুনানি করবেন। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ দিন ধার্য করে। এর আগে গত ১০ জানুয়ারি আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। রাষ্ট্রপক্ষে ৬১ সাক্ষীর সাক্ষ্য এবং মৃত্যুদ-প্রাপ্ত মুফতি আব্দুল হান্নানসহ ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দী উপস্থাপনের পর এ যুক্তিতর্ক শুরু হয়। গত ৮ জানুয়ারি এ মামলায় হাইকোর্টে শুনানি শুরু হয়। এ মামলায় বিচারিক আদালত নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন হরকত-উল-জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি হান্নানসহ আটজনের বিরুদ্ধে মৃত্যুদ- এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদ-াদেশ দেয়। ২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা চালানো হয়। হামলায় ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান একজন।
×