ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সবচেয়ে প্রাচীন জামা

প্রকাশিত: ০৫:১৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

সবচেয়ে প্রাচীন জামা

খোঁজ মিলল পৃথিবীর সব থেকে পুরনো পোশাকের। প্রমাণ মিলেছে পোশাকটির বয়স ৫ হাজার বছর। মিসরের একটি সমাধির ভেতর থেকে থেকে প্রায় একশ বছর আগে পাওয়া গিয়েছিল পুরনো কিছু কাপড়ের টুকরো। কিন্তু সেই সময় বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হয়নি বস্তাভর্তি কাপড়গুলোকে। আবিষ্কারের ৬৫ বছর পরে ১৯৭৭ সালে গবেষকরা প্রথম কাজ শুরু করেন সেই বস্তাবন্দি কাপড় নিয়ে। নোংরা কাপড়ের ভেতর নজরে আসে একটি জামা। অনুমান করা হয়েছিল লম্বা পোশাকেরই অংশ এই জামা। অবশেষে রেডিওকার্বন পদ্ধতির মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে এটিই বিশ্বের প্রাচীনতম পোশাক। এটির আনুমানিক বয়স ৫ হাজার একশ থেকে ৫ হাজার ৫শ’ বছরের মধ্যে। শাটটি বর্তমান যুগের লিনেন কাপড়ের মতো কাপড় দিয়ে তৈরি। সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই জামার বয়স প্রকাশ করে। -নিউজ নাও অবলম্বনে।
×