ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তারেক মাসুদ ও মিশুক মুনীর নিহতের মামলায় বাসচালকের যাবজ্জীবন

প্রকাশিত: ০৫:১৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

তারেক মাসুদ ও মিশুক মুনীর নিহতের মামলায় বাসচালকের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ২২ ফেব্রুয়ারি ॥ প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচ জন সড়ক দুর্ঘটনায় নিহতের মামলায় বাস চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদ- দেয়া হয়েছে। বুধবার মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল-মাহমুদ ফাইজুল কবীর এই রায় দেন। এছাড়া ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়। ৪২৭ ধারায় অপরাধ সাব্যস্ত হওয়ায় দুই বছরের সশ্রম কারাদ- ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদ- দেন বিচারক। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন সরকার পক্ষের আইনজীবী স্পেশাল পিপি একেএম নুরুল হুদা রুবেল। আসামিপক্ষের আইনজীবী মাধব সাহা বলেন, তারা উচ্চ আদালতে আপীল করবেন। রায়ের আগে বাসচালক জামির হোসেন সাংবাদিকদের বলেন, তার কোন দোষ ছিল না। মাইক্রো চালকের কারণেই দুর্ঘটনাটি ঘটে। তবে পাঁচ জনের মৃত্যুতে তিনি দুঃখ প্রকাশ করেন। ২০১১ সালের ১৩ আগ দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার পুকুরিয়া এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে। এতে তারেক মাসুদ ও মিশুক মুনীরকে বহনকারী মাইক্রোবাসের সঙ্গে চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এই র্দুঘটনায় পাঁচ জন নিহত হন । ঘটনার দিনই ঘিওর থানার এসআই লুৎফর রহমান দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুর অভিযোগে মামলা দায়ের করেন। দুর্ঘটনার পরের দিন ড্রাইভার জামির হোসেনকে মেহেরপুরে চৌগাছা গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে ডিবি পুলিশ গ্রফতার করে। ২০১১ সালের ১৭ নবেম্বর জামিনে মুক্ত হয় বাসচালক জমির। ২০১২ সালের ২১ মার্চ মানিকগঞ্জ জেলা দায়রা জজ আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অভিযোগপত্রে বেপরোয়া গতিতে গাড়ি চালানো, সাধারণ জখম, গুরুতর জখম, অবহেলার কারণে মৃত্য ঘটানো ও মালামাল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ আনা হয়। ২০১২ সালের ১০ অক্টোবর আদালতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারকাজ শুরু হয়। ২০১৩ সালের ১৩ জানুয়ারি মামলাটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। মামলায় সরকারপক্ষে সাক্ষ্য দেন ২৪ জন এবং আসামিপক্ষে সাফাই সাক্ষ্য দেন ২ জন। প্রায় সাড়ে পাঁচ বছর পর এই মামলার রায় ঘোষণা করা হলো। ঘটনার দিন প্রচ- বৃষ্টি ছিল। এরমধ্যেই শিবালয় উপজেলার সালজানা গ্রাম থেকে কাগজের ফুল চলচ্চিত্রের জন্য শূটিং স্পট দেখে তারেক মাসুদ একটা মাইক্রাবাসে ঢাকায় ফিরছিলেন স্ত্রী ক্যাথরিন মাসুদকে নিয়ে। সাথে ছিলেন এটিএন নিউজের চীফ এক্সিকিউটিভ মিশুক মুনির, সহকারী পরিচালক মনির শফিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ঢালী আল মামুন ও তার স্ত্রী দেলোয়ারা বেগম জলি, প্রডাকশন সহকারী ওয়াসিম ও জামাল এবং ড্রাইভার মোস্তাফিজুর রহমান। প্রচ- বৃষ্টির মধ্যে ঢাকা-আরিচা মহাসড়কে ঘিওর উপজেলার জোকা নামক স্থানে বেলা সাড়ে ১২টার দিকে বিপরীতমুখী চুয়াডাঙ্গা ডিলাক্সের একটি বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। চূর্ণবিচূর্ণ হয়ে যায় মাইক্রোবাসটি। ঘটনাস্থলেই মাইক্রোবাস যাত্রী তারেক মাসুদ, মিশুক মুনির, ওয়াসিম, জামাল ও ড্রাইভার মোস্তাফিজুর রহমান মারা যান। অপর চারজন আহত হন। রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে বাসটি রাস্তার ওপরেই দাঁড়িয়ে যায়। বাসের সামনে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও যাত্রীরা সমান্য আহত হন। চালক জামির হোসেন দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যান। স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টা পর পুলিশ ও দমকল বাহিনীর লোকজন এসে নিহত ও আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। চিত্র পরিচালক মোরশেদুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পাঁচজনের লাশ হস্তান্তরের নির্দেশ দেন মানিকগঞ্জের জেলা প্রশাসক। চুয়াডাঙ্গায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি ॥ নিজস্ব সংবাদদাতা চুয়াডাঙ্গা থেকে জানান, চলচ্চিত্রকার তারেক মাসুদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীরসহ ৫জন নিহতের মামলায় বাস চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদ- দেয়ার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে পরিবহন শ্রমিকরা। চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জানান, বুধবার মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদ-ে দ-িত করেছে। এরই প্রতিবাদে সংগঠন বেলা দুটা থেকে অনির্দিষ্টকালের শ্রমিক কর্মবিরতির ডাক দিয়েছে। ফলে, জেলা থেকে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। আকস্মিক যান চলাচল বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীসাধারণ। এদিকে বিক্ষুব্ধ শ্রমিকরা বিভিন্নস্থানে বিক্ষোভ করছে।
×