ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কাদের খান জাতীয় পার্টির কেউ নন ॥ রংপুরে এরশাদ

প্রকাশিত: ০৫:১২, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

কাদের খান জাতীয় পার্টির কেউ নন ॥ রংপুরে এরশাদ

বিডিনিউজ ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় গ্রেফতার আব্দুল কাদের খান তার দলের কেউ নন। বুধবার বিকেলে রংপুরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এরশাদ বলেন, ‘আব্দুল কাদের খান এক সময় জাতীয় পার্টির এমপি ছিলেন। তিন বছর আগে দলের ভাইস চেয়ারম্যানও ছিলেন। কিন্তু তিন বছর ধরে তার সঙ্গে আমার এবং দলের কোন সম্পর্ক নেই।’ লিটন হত্যা মামলায় মঙ্গলবার কাদের খানকে বগুড়া শহরের রহমান নগরের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ছয়দিন তাকে ‘নজরবন্দি’ রাখা হয়। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল ডাঃ কাদের খানের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটি খানপাড়া গ্রামে। ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তিনি সুন্দরগঞ্জের সাংসদ নির্বাচিত হয়েছিলেন। রংপুর পর্যটন মোটেলে উত্তরাঞ্চলের ১৬ জেলা এবং দুই মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, এমপি লিটন হত্যা মামলায় কাদের খানকে গ্রেফতারের বিষয়টি আইনগত। তদন্তের পর পরিষ্কার হবে। আগামী ২২ মার্চ অনুষ্ঠেয় উপনির্বাচনে সুন্দরগঞ্জ উপ-নির্বাচনে শামীম হায়দার পাটোয়ারীকে মনোনয়ন দেয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় জাতীয় পার্টির মহাসচিব সাংসদ রুহুল আমীন হাওলাদারও একই সুরে কথা বলেন। দলের কো-চেয়ারম্যান জি এম কাদেরের সভাপতিত্বে বৈঠকে কাজী ফিরোজ রশীদও বক্তব্য রাখেন।
×