ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ- টকশো ওয়ালাদের ক্ষমা চাইতে হবে ॥ তোফায়েল

প্রকাশিত: ০৫:১২, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ- টকশো ওয়ালাদের ক্ষমা চাইতে হবে ॥ তোফায়েল

অর্থনৈতিক রিপোর্টার ॥ পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধে যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের মাধ্যমে বিশ্বব্যাংককে প্রভাবিত করেছেন ড. মোহাম্মদ ইউনূস। ওই সময় যারা টকশো করে, আলোচনা করে, বিভ্রান্তি ছড়িয়ে পদ্মা সেতুর বিরোধিতা করেছেন তাদের এখন ক্ষমা চাইতে হবে। বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আবাসন খাতের সর্ববৃহৎ সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত ‘বর্ষসেরা সাংবাদিক পুরস্কার-২০১৫’ প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ না করলে ২০১৫ সালেই পদ্মা সেতু সম্পন্ন হতো। তখন আমাদের জিডিপি আরও ১ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেত। আর দক্ষিণ এশিয়ার জিডিপি আরও ৩ শতাংশ বৃদ্ধি হতো। সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, যারা টকশো করে, আলোচনা করে, বিভ্রান্তি ছড়িয়ে পদ্মা সেতুর বিরোধিতা করেছে তাদের ক্ষমা চাইতে হবে। মন্ত্রী বলেন, আবাসন ছাড়া পৃথিবীর কোন দেশ উন্নতি লাভ করতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে ‘একটি পরিবার, একটি বাড়ি’ তৈরির যে ঘোষণা দিয়েছিলেন, তা বাস্তবায়নে কনসালটেন্ট নিয়োগ করা হবে। এ ব্যাপারে অর্থমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। আবাসন খাত অনেকদূর এগিয়ে যাওয়ার পর হঠাৎ করে থমকে গেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আবাসন খাতের বিষয়ে সরকারের সহযোগিতা এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। এ খাতে ঋণের সুদের হার আরও কমিয়ে বাস্তব সম্মত করা উচিত বলেও মনে করেন তিনি। আবাসন ছাড়া পৃথিবীর কোন দেশ উন্নতি লাভ করতে পারে না বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রেস এ্যান্ড মিডিয়া কমিটির চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী (শাওন), এমপি বলেন, আবাসন খাত অত্যধিক রেজিস্ট্রেশন ব্যয়সহ নানা সমস্যায় জর্জরিত। এ খাতের উন্নয়নে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন। তিনি আবাসন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সব ডেভেলপার কোম্পানিকে রিহ্যাবের নিয়ন্ত্রণে নিয়ে আসার প্রয়োজনীয়তা তুলে ধরেন। অনুষ্ঠানে রিহ্যাব প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং ফটোজার্নালিস্ট এই তিনটি ক্যাটাগরিতে ২২ জন সাংবাদিককে পুরস্কার দিয়েছে। এদের মধ্যে ১০ জন প্রতিবেদক এবং ১২ জন ফটোসাংবাদিক। পুরস্কার হিসেবে বর্ষসেরা সাংবাদিকদের চেক ও ক্রেস্ট দেয়া হয়েছে। এরমধ্যে দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার রহিম শেখ ও ফটো এডিটর হাসানুজ্জামান তরুণ পেয়েছেন রিহ্যাব বর্ষসেরা সাংবাদিক পুরস্কার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভুইয়া ও পরিচালক কামাল মাহমুদ প্রমুখ।
×