ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দীর্ঘদিন কারাগারে আটক ৩ বন্দীর মামলার নথিপত্র তলব

ফতোয়ার নামে শাস্তি- ওসি, ইউপি চেয়ারম্যানের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

প্রকাশিত: ০৫:১০, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

ফতোয়ার নামে শাস্তি- ওসি, ইউপি চেয়ারম্যানের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

স্টাফ রিপোর্টার ॥ গ্রাম্য সালিশে ফতোয়ার নামে বিচারবহির্ভূত শাস্তির ঘটনায় লক্ষ্মীপুরের কমলনগর থানার ওসি অকুল কুমার বিশ্বাস ও চর মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ আলী হাইকোর্টের তলবে হাজির হয়ে ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। তাদের ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই দেয়ার আবেদন নাকচ করে আগামী ৯ মার্চ আবারও তাদের হাজির থাকার নির্দেশ দিয়েছে আদালত। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও সোনারগাঁয়ে অর্থনৈতিক অঞ্চলে জমি ভরাটের বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের (ডিসির) দেয়া ব্যাখ্যার ওপর শুনানি হবে আগামী মঙ্গলবার। বাংলাদেশে ভারতীয় তিনটি টিভি চ্যানেলের (স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা) সম্প্রচার বন্ধে রিট খারিজ করে দেয়া হাইকোর্টের রায় বহাল রেখেছেন চেম্বার আদালত। সম্পদের হিসাব চেয়ে ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদাকে দুর্নীতি দমন কমিশন (দুদকের) দেয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে গঠিত রাজশাহীর দুর্গাপুর উপজেলা কমিটির কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। অন্যদিকে বিচারের দীর্ঘসূত্রতার কারণে এক দশকের বেশি সময় ধরে কারাগারে আটক থাকা তিন বন্দীর মামলার নথিপত্র তলব করেছেন হাইকোর্ট। বুধবার চেম্বার জজ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ সব আদেশ প্রদান দিয়েছেন। গ্রাম্য সালিশে ‘ফতোয়ার নামে বিচারবহির্ভূত শাস্তির’ ঘটনায় লক্ষ্মীপুরের কমলনগর থানার ওসি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাইকোর্টের তলবে হাজির হয়ে ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। ওসি ও ইউপি চেয়ারম্যানের আবেদনের শুনানি করে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এ কে এম সাহিদুলের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেয়। চর মার্টিন ইউনিয়নের চেয়ারম্যান ১৪ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত দাফতরিক দায়িত্ব পালন করেছেন কিনা- সে বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গত ২০ ফেব্রুয়ারি লক্ষ্মীপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে করা জামিন আবেদনে চেয়ারম্যান ১৪ ফেব্রুয়ারি হাইকোর্টের দেয়া রুলের বিষয়টি উল্লেখ করেছিলেন কি না, সে বিষয়েও সংশ্লিষ্ট হাকিমকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আদালতে এ বিষয়ে শুনানিতে অংশ নেন আইনজীবী এসএম রেজাউল করিম। চেয়ারম্যানের পক্ষে শুনানি করেন আবদুর রব চৌধুরী, ওসির পক্ষে ছিলেন মোহাম্মদ ইব্রাহিম খলিল সোহেল। ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ এস এম নাজমুল হকও আদালতে উপস্থিত ছিলেন। শুনানিতে বিচারপতি বলেন, চেয়ারম্যান সাহেব, নিজে এই মারপিট করার এখতিয়ার কোথায় পেলেন। চেয়ারম্যান কি এতই ক্ষমতাধর যে আইন হাতে তুলে নিয়েছেন? শুনানি ২৮ ফেব্রুয়ারি ॥ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও সোনারগাঁয়ে অর্থনৈতিক অঞ্চলে প্রায় ২৩৫০ বিঘা কৃষিজমি, জলাভূমি ও নিচু জমি ভরাটের বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের (ডিসির) দেয়া ব্যাখ্যার ওপর শুনানি হবে আগামী ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার। জেলা প্রশাসকের আইনজীবী আব্দুল বাসেত মজুমদার জানান, বুধবার হাইকোর্ট বেঞ্চ বসেনি। আগামী মঙ্গলবার এ বিষয়ে শুনানি হবে। এর আগে বুধবার সকালে ব্যাখ্যা দিতে হাইকোর্টে হাজির হন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোঃ রাব্বী মিয়া। গত ১৪ ফেব্রুয়ারি বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম ও আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নারায়ণগঞ্জের ডিসিকে তলব করেন। ভারতীয় তিন চ্যানেল ॥ বাংলাদেশে ভারতীয় তিনটি টিভি চ্যানেলের (স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা) সম্প্রচার বন্ধে রিট খারিজ করে দেয়া হাইকোর্টের রায় বহাল রেখেছেন চেম্বার আদালত। ফলে ভারতীয় এই তিনটি টিভি চ্যানেলের সম্প্রচারে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। একই সঙ্গে তিন চ্যানেলের বিষয়ে আপীল বিভাগে নিয়মিত লিভ টু আপীল (আপীলের অনুমতি চেয়ে আবেদন) করার জন্য বলেছেন আদালত। এ সংক্রান্ত আবেদনের ওপর বুধবার ‘নো অর্ডার’ দেন আপীল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের চেম্বার জজ আদালত। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী একলাস উদ্দিন ভূইয়া, সঙ্গে ছিলেন সৈয়দা শাহীন আরা লাইলী। রিট খারিজ ॥ সম্পদের হিসাব চেয়ে ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদাকে দুর্নীতি দমন কমিশন (দুদকের) দেয়া নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে দুদকের করা নোটিসটি বৈধ বলে বিবেচিত হয়েছে। এ সংক্রান্ত আবেদন শুনানি করে বুধবার হাইকোর্টের বিচারপতি মোঃ রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ বুধবার এ রায় দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। সিগমা হুদার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার নাজমুল হুদা। রুল জারি ॥ মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে গঠিত রাজশাহীর দুর্গাপুর উপজেলা কমিটির কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব ও উপ-সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক, রাজশাহীর জেলা প্রশাসক, দুর্গাপুরের ইউএনও এবং কমিটির সভাপতিকে উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে। এক মুক্তিযোদ্ধার করা রিটের শুনানি শেষে বুধবার এই আদেশ দেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর ও বিচারপতি মোঃ আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। তিন বন্দীর ফাইল তলব ॥ বিচারের দীর্ঘসূত্রতার কারণে পৃথক মামলায় এক দশকের বেশি সময় ধরে কারাগারে আটক থাকা তিন বন্দীর মামলার নথিপত্র তলব করেছেন হাইকোর্ট। কক্সবাজার কারাগারে আটক তিন ব্যক্তি হলেন আবুল কাশেম (৩০), মোসতাক আহমেদ (৩৫) ও নুরুল ইসলাম (৩০)। তাদের নথিপত্র আগামী ৫ মার্চের মধ্যে কক্সবাজারের মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ওই দিন জামিন বিষয়ে পরবর্তী শুনানির তারিখ ধার্য রয়েছে। এ সংক্রান্ত মামলার শুনানি নিয়ে বুধবার হাইকোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। সুপ্রীমকোর্টের লিগ্যাল এইড কমিটির আইনজীবীরা জানান, হত্যা, অস্ত্র ও দ-বিধিতে করা পৃথক তিন মামলায় ২০০৫ সালের ২১ মে থেকে আবুল কাশেম কক্সবাজারের জেলা কারাগারে আছেন। একটি হত্যা মামলায় মোস্তাক আহং ২০০৬ সালের ২৩ মার্চ থেকে কারাগারে আছেন। অপর একটি হত্যা মামলায় নুরুল ইসলাম ২০০৩ সালের ১৮ এপ্রিল থেকে কক্সবাজারের জেলা কারাগারে আছেন। এছাড়া দ-বিধিতে করা এক মামলায় সানি ওরফে লিটন ২০০৬ সালের ১১ অক্টোবর থেকে কারাগারে আছেন।
×