ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার সান্ত¡নার জয় শ্রীলঙ্কার বিপক্ষে

প্রকাশিত: ০৫:০৭, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

অস্ট্রেলিয়ার সান্ত¡নার জয় শ্রীলঙ্কার বিপক্ষে

স্পোর্টস রিপোর্টার ॥ টানা দুই হারে আগেই স্বাগতিকদের সিরিজ শেষ হয়ে গিয়েছিল। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি২০তে সান্ত¡নার জয় (৪১ রানে) পেল এ্যারন ফিঞ্চের দল। এ্যাডিলেড ওভালে নির্ধারিত ৬ উইকেটে ১৮৭ ফাইটিং স্কোর গড়ে অস্ট্রেলিয়া। জবাবে ১৮ ওভারে ১৪৬ রানে অলআউট হয় লঙ্কানরা। ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন লেগস্পিনার এ্যাডাম জাম্পা। এই হার সত্ত্বেও ২-১এ সিরিজ জিতে নিল উপুল থারাঙ্গার শ্রীলঙ্কা। দুর্দান্ত ব্যাটিংয়ে সিরিজ সেরা হয়েছেন অসেলা গুনারতেœ। তিন ম্যাচে তার রান ৮৮, অপরাজিত ৮৪ ও ৪। ওপেনার ফিঞ্চ (৫৩) ও মাইকেল ক্লিঞ্জারের (৬২) দুর্দান্ত ব্যাটিংয়ে ভাল সূচনা পায় অস্ট্রেলিয়া। এছাড়া বেন ডাঙ্ক ২৮ ও ট্রেভর হেড করেন ৩০। লঙ্কার হয়ে দুটি করে উইকেট লাসিথ মালিঙ্গা ও দাসুন শানাকার। দীর্ঘ ইনজুরি কাটিয়ে ফেরা তারকা পেসার মালিঙ্গা তিন ম্যাচে ৬ উইকেট নিয়ে ঝলক দেখান। বড় লক্ষ্যে খেলতে নেমে ওপেনিংয়ে দিলশান মুনাবেরা (৩৭) ও অধিনায়ক উপুল থারাঙ্গা (১৪) ভালই শুরু করেন। ৩৫ রান আসে মিলিন্দা শ্রীবর্ধনের ব্যাট থেকে। আর কেউ সুবিধা করতে পারেননি। অসিদের হয়ে জেমস ফকনারও নিয়েছেন ৩ উইকেট। নামে অস্ট্রেলিয়া হলেও এটি আসলে অস্ট্রেলিয়ার ছাঁয়া। স্টিভেন স্মিথের নেতৃত্বে প্রতিষ্ঠিত ও তারকা ক্রিকেটাররা এখন ভারত সফর করছে। ঘরের মাটিতে লঙ্কানদের বিপক্ষে তাই অসিদের নেতৃত্বে এ্যারন ফিঞ্চ। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট-ওয়ানডেতে ভরাডুবি হলেও টি২০ জিতেছিল শ্রীলঙ্কা। উপুল থারাঙ্গাদের সেই স্পিরিটই এখন কাজে লাগে। ঘরের মাটিতে বাংলাদেশকে মোকাবিলার আগে অস্ট্রেলিয়ায় মালিঙ্গা-গুনারতেœদের প্রস্তুতিটা ভালই হলো। স্কোর ॥ অস্ট্রেলিয়া ১৮৭/৬ (২০ ওভার; ক্লিঞ্জার ৬২, ফিঞ্চ ৫৩; মালিঙ্গা ২/৩৫, শানাকা ২/২৭)। শ্রীলঙ্কা ১৪৬/১০ (১৮ ওভার; মুনাবিরা ৩৭, শ্রীবর্ধনে ৩৫; জাম্পা ৩/২৫, ফকনার ৩/২০)। ফল ॥ অস্ট্রেলিয়া ৪১ রানে জয়ী। ম্যাচসেরা ॥ জাম্পা (অস্ট্রেলিয়া)। সিরিজ ॥ শ্রীলঙ্কা ২-১এ জয়ী। সিরিজসেরা॥ গুনারতেœ (শ্রীলঙ্কা)।
×