ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইরানের খেলোয়াড়কে চড় বাংলাদেশ কোচের

রোল বল বিশ্বকাপে পুরুষ-মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত

প্রকাশিত: ০৫:০৭, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

রোল বল বিশ্বকাপে পুরুষ-মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ মহিলা দল বিদায় নিয়েছিল প্রিকোয়ার্টার ফাইনালেই। তারপরও টিকে ছিল পুরুষ দলের স্বপ্ন। সেমিফাইনালে নাম লিখিয়েছিল তারা। কিন্তু শেষ চারের দ্বৈরথে তারাও হেরে গিয়ে বিদায় নেয়। এরপর স্থান নির্ধারণী খেলাতেও হেরে গিয়ে চতুর্থ হয় স্বাগতিক বাংলাদেশ দল। পুরুষ-মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয় ভারত। মহিলারা ৬-৪ গোলে ইরানকে হারায়। ভারত মহিলা দলের এটা দ্বিতীয় শিরোপা। পুরুষ দল ৮-৭ গোলে হারায় ইরানকে। ভারতীয় পুরুষ দলের এটি হ্যাটট্রিক শিরোপা। বাংলাদেশ পুরুষ বিভাগে এ নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপে অংশ নেয়। আর মহিলা দলের এটি দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ। ২০১৫ সালে সর্বশেষ ভারতের পুনেতে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশ পুরুষ দল ৩৪ দেশের মধ্যে সপ্তম স্থান লাভ করে, এবারের ফলাফল নিঃসন্দেহে তাদের সেরা অর্জন। রোল বল বিশ^কাপের চতুর্থ আসরে পুরুষ বিভাগের সেমিফাইনালে বুধবার স্বাগতিক বাংলাদেশ হেরে যায় ইরানের কাছে, ৩-১১ গোলে। মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত বিজয়ী দল ম্যাচের প্রথমার্ধে এগিয়ে ছিল ৩-১ গোলে। এরপর স্থান নির্ধারণী ম্যাচে কেনিয়ার কাছে ৭-১ গোলে হেরে চতুর্থ স্থান লাভ করে বাংলাদেশ দল। বাংলাদেশ দলের একমাত্র গোলটি করেন নওসিফ হাসান দীপ্র। খেলা শেষ হবার মিনিট খানেক আগে বাংলাদেশ তাদের তৃতীয় গোলের পর ইরানের গোলরক্ষককে উদ্দেশ করে বাজে অঙ্গভঙ্গী করেন বাংলাদেশের ফরোয়ার্ড হৃদয়। তা মেনে নিতে না পেরে হৃদয়কে ধাক্কা মারেন ইরানের কোচ কাম খেলোয়াড় রেজা শেখ জাফরী। রেফারি লাল কার্ড দেখান রেজাকে। এরপর বাংলাদেশের ভারতীয় কোচ সুনীল ধাগে দৌড়ে গিয়ে তর্ক করা শুরু করেন ইরানের কোচের সঙ্গে এবং তার গালে চড় মারেন। সঙ্গে সঙ্গে রেফারি লাল কার্ড দেখিয়ে বের করে দেন বাংলাদেশের কোচকে। আরেক সেমিতে ভারতের কাছে ১০-৪ গোলে পরাজিত হয় কেনিয়া। গত আসরে নারী বিভাগে চ্যাম্পিয়ন কেনিয়াকে ৩-২ গোলে সেমিতে হারায় ইরান। অপর সেমিফাইনালে ভারত ৮-৩ গোলে সেনেগালকে হারিয়ে ফাইনালে ওঠে।
×