ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেষ চারের সম্ভাবনা উজ্জ্বল আসমায়ির;###;শেখ কামাল ফুটবল

চট্টগ্রাম আবাহনীকে রুখে দিল ঢাকা মোহামেডান

প্রকাশিত: ০৫:০৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

চট্টগ্রাম আবাহনীকে রুখে দিল ঢাকা মোহামেডান

স্পোর্টস রিপোর্টার ॥ শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলে বুধবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের দ্বিতীয় খেলায় গত আসরের শিরোপাধারী চট্টগ্রাম আবাহনী-ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলাটি গোলশূন্য ড্র হয়। ফলে সেমিতে খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হলো স্বাগতিক দলের। ২ খেলায় তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। পক্ষান্তরে মোহামেডানের শেষ চারে খেলার আশা কিছুটা হলেও টিকে থাকল। তাদের সংগ্রহ ২ খেলায় ১ পয়েন্ট। সেমিফাইনাল নিশ্চিত করতে এ ম্যাচ জিতলেই চলতো চট্টগ্রাম আবাহনীকে। ড্র করায় এখনও টিকে রইল সেই আশা। এদিকে জিতলেই সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করতে পারতো নেপালের মানাং মার্সিয়াংদি ক্লাব। আর আফগানিস্তানের শাহিন আসমায়ি ফুটবল ক্লাব জিতলে জাগিয়ে তুলতে পারত শেষ চারে যাবার সম্ভাবনা। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে বুধবার ‘বি’ গ্রুপের খেলায় দল দু’টি মুখোমুখি হয়। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াামে অনুষ্ঠিত এই ম্যাচে মানাং মার্সিয়াংদিকে ৩-১ গোলে হারিয়ে শাহিন আসমায়ি সেমিতে যাবার স্বপ্ন উজ্জ্বল করল। জয়ী দলের অধিনায়ক আমিরুদ্দিন শরিফি। অনবদ্য হ্যাটট্রিক করেন। প্রথম ম্যাচে হারলেও এই জয়ে সেমিফাইনালে যাবার লড়াইয়ে টিকে থাকল আফগান ক্লাবটি। নেপালী ক্লাবটি হারলেও তাদের সেমিতে যাবার স্বপ্ন নস্যাৎ হয়নি। এক্ষেত্রে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ঢাকায় আসছে মার্চে স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১ জুন। এ ট্রফি মার্চে ঢাকায় আসছে। এবারের আসরটি অষ্টম আসর। আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের আটটি দল এবারের আসরে অংশ নেবে। টুর্নামেন্টের ১০০ দিনের কাউন্টডাউন শুরু হয়েছে। আসর শুরুর আগে ট্রফির যাত্রাও শুরু হয়ে যাবে। মঙ্গলবার আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে নিশান ট্রফির ভ্রমণের সময় ও তারিখ। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে যাওয়া আট দেশের মোট ১৯টি শহরে ঘুরে বেড়াবে আসরের শিরোপা। ভ্রমণের সময়সূচী অনুযায়ী ট্রফিটি বাংলাদেশে আসবে ১৮ মার্চ। বাংলাদেশের ক্রিকেটভক্তরা এই ট্রফি দেখার সুযোগ পাবেন পুরো চারদিন। ১৮ থেকে ২১ মার্চ পর্যন্ত ঢাকায় থাকবে এটি। ভারত থেকে ২ মার্চ শুরু হবে ট্রফির ভ্রমণ। দুই থেকে ১৫ মার্চ ঘুরবে ভারতের মুম্বাই, বেঙ্গালুরু ও দিল্লীতে।
×