ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুস্তাফিজকে সাসেক্সের অভিনন্দন

প্রকাশিত: ০৫:০৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

মুস্তাফিজকে সাসেক্সের অভিনন্দন

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে সুযোগ পেলেন বাংলাদেশ ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। টেস্টে সুযোগটি পেতেই ইংল্যান্ডের কাউন্টি দল সাসেক্সের অভিনন্দন পেয়েছেন এ পেসার। এই দলে খেলতে গিয়েই যে কাঁধের ইনজুরিতে পড়েন মুস্তাফিজ। গত বছর জুলাইয়ে ইনজুরিতে পড়ার পরই যে আর টেস্টে ফিরতে পারেননি। ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্ট টুর্নামেন্টে গত বছর জুলাইয়ে সাসেক্সের হয়ে খেলতে গিয়েই বিপত্তিতে পড়েন মুস্তাফিজ। আইপিএল থেকে সামান্য ইনজুরি নিয়ে দেশে ফিরে পুনর্বাসনে থেকে ফিট হন। ফিট হতেই আবার ইংল্যান্ডে খেলতে যান। খেলতে গিয়ে সেই যে বাম কাঁধের ইনজুরিতে পড়েন, আর টেস্ট খেলতে পারছেন না। ২০১৫ সালের জুলাই-আগস্টে যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট খেলেছেন, সেটিই এখন পর্যন্ত মুস্তাফিজের শেষ টেস্ট সিরিজ হয়ে আছে। সেই ইনজুরিতে পড়ার পর অস্ত্রোপচারও হয় মুস্তাফিজের। তা থেকে সুস্থ হতে লেগে যায় পাঁচ মাস। অবশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন মুস্তাফিজ। কিন্তু এমন অবস্থা হয়, টানা ম্যাচ খেলতে পারেননি। টেস্ট তো দূরের বিষয়। আবার দীর্ঘ পরিসরে খেলার অস্বস্তিও ঘিরে ধরেছিল মুস্তাফিজকে। অবশেষে দেশের মাটিতে চলমান বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) দুটি রাউন্ড খেলে সেই অস্বস্তি দূর করেন। তাতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও স্থান করে নেন। যেই মুস্তাফিজ টেস্ট দলে ডাক পেলেন, সাসেক্স অভিনন্দন জানাতে দেরি করল না। তাদের হয়ে খেলতে গিয়েই যে ইনজুরির এ ধকল নিতে হয়েছে মুস্তাফিজকে। সাসেক্স সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেজে মুস্তাফিজের টেস্ট দলে অন্তর্ভুক্তি নিয়ে লিখেছে, ‘আমাদের বাংলাদেশী সমর্থকদের শুভেচ্ছা। অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা জানাচ্ছি যে, আমাদের সাবেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমান শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে পুনরায় ডাক পেয়েছেন।’
×