ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন্স লীগের শেষ আটে এক পা এ্যাটলেটিকো মাদ্রিদের

গ্রিজম্যানের গৌরবময় গোলের রেকর্ড

প্রকাশিত: ০৫:০৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

গ্রিজম্যানের গৌরবময় গোলের রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ নিয়মিত ধারাবাহিক পারফর্মেন্স প্রদর্শন করে চলেছেন এ্যান্টোনিও গ্রিজম্যান। ফরাসী এই ফরোয়ার্ডের নৈপুণ্যে ভর করে এ্যাটলেটিকো মাদ্রিদও দারুণ সাফল্য পাচ্ছে। এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে এ্যাটলেটিকোর হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন গ্রিজম্যান। মঙ্গলবার রাতে জার্মানির লেভারকুসেনের বে এ্যারেনায় চ্যাম্পিয়ন্স লীগের প্রিকোয়ার্টার ফাইনালের প্রথম লেগে স্বাগতিক বেয়ার্ন লেভারকুসেনকে ৪-২ গোলে হারিয়েছে এ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন ২৫ বছর বয়সী এই তারকা। এই গোল করেই এ্যাটলেটিকোর হয়ে ইউরোপ সেরার মঞ্চে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন গ্রিজম্যান। আর দারুণ এই জয়ে কোয়ার্টার ফাইনালেও এক পা দিয়ে রেখেছে এ্যাটলেটিকো। এর আগে চ্যাম্পিয়ন্স লীগে এ্যাটলেটিকোর হয়ে সর্বোচ্চ ১২ গোল করেছিলেন ক্লাবটির কিংবদন্তি ফুটবলার লুইস আরাগোনাস। অভিষেকের তৃতীয় বছরে ১৩ গোল করে তা ছাপিয়ে গেলেন ফরাসী তারকা। ২০১৪ সালে রিয়াল সোসিয়েদাদ থেকে এ্যাটলেটিকোতে নাম লেখান গ্রিজম্যান। নিজের প্রথম মৌসুমে ক্রোয়েশিয়ান স্ট্রাইকার মারিও মানদুকিচের ছায়ায় ঢাকা ছিলেন। চ্যাম্পিয়ন্স লীগে গোল পেয়েছিলেন মাত্র তিনটি। পরের মৌসুমে সংখ্যাটা ৭-এ নিয়ে যান। এবার টুর্নামেন্টের গ্রুপ পর্বেই করেছিলেন দুই গোল। পরশু রাতে করলেন আরেকটি। এর মধ্য দিয়ে নতুন মাইলফলক রচনা করলেন তিনি। প্রতিপক্ষের মাঠে হলেও ম্যাচের শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকে এ্যাটলেটিকো। ম্যাচের ১৭ মিনিটেই সাউল নিগুয়েজের গোলে এগিয়ে যায় অতিথিরা। এরপর ২৫ মিনিটে গ্রিজম্যানের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেনের অন্যতম ক্লাবটি। দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দিয়াগো সিমিওনের দল। বিরতির পর ৪৮ মিনিটে করিম বাল্লারাবি লেভারকুসেনের হয়ে এক গোল শোধ করলেও ৫৯ মিনিটে কেভিন গামেরোর গোলে আবার দুই গোলের লিড নেয় স্প্যানিশ জায়ান্টরা। এরপর স্টিফেন সাভিচের আত্মঘাতী গোলে খেলায় ফিরে জার্মান ক্লাবটি। ৬৮ মিনিটের এই গোলে ব্যবধান হয় ২-৩। এরপর ম্যাচে বেশ উত্তেজনা সৃষ্টি হয়। কিন্তু ৮৬ মিনিটে সব উত্তেজনায় জল ঢেলে দেন ফার্নান্ডো টোরেস। দারুণ এক হেড থেকে গোল করেন স্প্যানিশ স্ট্রাইকার। তাতে ৪-২ গোলে এগিয়ে যায় এ্যাটলেটিকো। এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
×