ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নরসিংদীতে দুই বোন ও এক ভাইকে গলাটিপে হত্যা, ঘাতক আটক

প্রকাশিত: ০৫:০৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

নরসিংদীতে দুই বোন ও এক ভাইকে গলাটিপে হত্যা, ঘাতক আটক

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ২২ ফেব্রুয়ারি ॥ ভাইয়ের হাতে ইয়াছিন (১২), মরিয়ম (৬) ও মার্জিয়া (৩) নামে তিন ভাইবোন খুন হয়েছে। আহত হয়েছে অপর ভাই মাদ্রাসা শিক্ষক আতিকুর রহমান (২৫)। সদর উপজেলার দুর্গমচর এলাকা আলোকবালি গ্রামের পূর্বপাড়ায় মঙ্গলবার রাত দশটায় এ মর্মান্তিক খুনের ঘটনা ঘটে। জানা গেছে, আলোককালি গ্রামের বাঁশ ব্যবসায়ী আবু কালাম বেপারীর স্ত্রী কুলছুম বেগম (৪৫) প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতেও দু’কক্ষের একটি ঘরে ছেলে মেয়েদের নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক দশটার দিকে তার মেজ ছেলে রুবেল (২৩) বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে ঘরে ঘুমিয়ে থাকা দুই বোন ও এক ভাইকে গলাটিপে হত্যা করে। পরে তার অপর ভাই আলোকবালি দারুলসুন্নাত ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক আতিকুর রহমানকে মা অসুস্থ বলে মাদ্রাসা থেকে ডেকে বাইরে নিয়ে মাদ্রাসা সংলগ্ন মসজিদের সামনে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এসে ঘাতক রুবেলকে আটক করে। খবর পেয়ে নরসিংদী সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে তিন ভাইবোনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং জনগণ কর্তৃক আটক করা ঘাতক রুবেলকে গ্রেফতার করে । ৪ বছর পূর্বে একই গ্রামের মোন্তাজ মোল্লার মেয়ে সুফিয়া বেগকে (২০) বিয়ে করে রুবেল। ৩ বছর ৩ মাসের এক কন্যা সন্তান রয়েছে তাদের সংসারে। তার স্ত্রী সুফিয়া বেগম জানায়, স্বামী রুবেল বিভিন্ন সময়ে ওয়াজ মাহফিল ও বিভিন্ন ওরসে যেত। সর্বশেষ রায়পুরা উপজেলার মির্জানগর ওয়াজ মাহফিল থেকে এসে পর্দানশীল হওয়ার কথা তাকে জানায়। ৫ ওয়াক্ত নামাজ পড়ত। ঘটনার ৩ দিন পূর্বে শ্বশুর ও শাশুড়ির অনুমতি নিয়ে কয়েকটি কাপড় সেলাই করার জন্য পিত্রালয়ে এসেছি। মঙ্গলবার রাতে লোক মুখে জানতে পারি, আমার স্বামী রুবেল আমার দুই ননদ ও এক দেবরকে মেরে ফেলেছে এবং আমার ভাসুরকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে । শোকাহত সুফিয়া বেগম আরও জানায়, যে ব্যক্তি নিজের ভাই বোনকে খুন করতে পারে সে আমার মেয়ে ও আমাকেও খুন করতে পারবে। আমি হত্যাকারী রুবেলের বিচার চাই। শোকে কাতর ঘাতক রুবেলের মা কুলছুম বেগম ও পিতা আবু কালাম জানায়, গৃহস্থালি করা বন্ধ করতে হবে। এ কথাটি ৩/৪ দিন যাবত বলে আসছিল রুবেল। কারণ তার বড়ভাই আলোকবালি মাদ্রাসার শিক্ষক আতিকুর রহমান বিয়ে করলে তার বউ পর্দানশীল থাকবে আর আমার বউ সংসারের কাজ করতে করতে পর্দা করতে পারবে না। এ নিয়ে কিছু কথাকাটাকাটি হয়েছিল ওই দিন। আলোকবালি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরকার দিপু জানান, মাজারে মাজারে ঘুরে তার মনের গতি খারাপ দিকে যাওয়ায় সে মর্মান্তিক এ খুনের ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। এদিকে, এ খুনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত নারী-পুরুষ ওই বাড়িতে এসে ভিড় জমায়। স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে ওঠে । নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহরিয়ার আলম জানান, ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। সবজি ব্যবসায়ী খুন, আটক ১ ॥ আইয়ুব আলী (৫৫) নামে এক সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে । নরসিংদীর মাধবদী থানার নগর পাঁচদোনা আইএলবাংলা টেক্সটাইলের সামনে বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে । পুলিশ অভিযুক্ত মেজু মিয়াকে (৩৫) আটক করেছে। মেজু মিয়া মানসিক ভারসাম্য বলে জানিয়েছে পুলিশ । জানা গেছে, ময়মনসিংহের জেলাধীর ঈশ্বরগঞ্জ উপজেলার কাঠালিয়া গ্রামের মৃত ওয়াহেদ আলীর পুত্র আইয়ুব আলী নরসিংদীর নগর পাঁচদোনা গ্রামে সবজি চাষ করত । ঘটনার দিন বুধবার সন্ধ্যায় জমি থেকে সবজি কেটে পাঁচদোনা বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাবার পথে একটি দোকানে সিগারেট কিনতে ছিল। এমন সময় মেজু মিয়াকে তাকে ধারালো দা দিয়ে বাম পাঁজরে কুপিয়ে গুরুতর আহত করে। পরে আশপাশের লোকজন তাকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত মেজু মিয়া রায়পুরা উপজেলা সদরের থানাহাটি গ্রামের মৃত আবদুল হাসিমের পুত্র বলে জানা গেছে । এ ব্যাপারে মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে বলে থানার ওসি ইলিয়াছ মোল্লা জানান।
×