ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কা সফরে ভাল কিছু করতে চান এ পেসার

‘মাশরাফি ভাই আমার মেন্টর’ ॥ তাসকিন

প্রকাশিত: ০৫:০৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

‘মাশরাফি ভাই আমার মেন্টর’ ॥ তাসকিন

স্পোর্টস রিপোর্টার ॥ সবারই জানা, পেসার তাসকিন আহমেদকে চরম আদর করেন বাংলাদেশ ওয়ানডে ও টি২০ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তাসকিনও সেই আদরের কদর করেন। এমন একটি পর্যায়ে দুইজনের সম্পর্ক বড় ভাই আর ছোট্ট ভাইয়ের মতো। তাসকিনও একজন পেসার। মাশরাফিও একজন অভিজ্ঞ পেসার। দুইয়ে দুইয়ে চার মিলে গেছে। আর তাই মাশরাফিকেই মেন্টর (পরামর্শদাতা) মানেন তাসকিন। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের জিমে তাসকিনই জানান, ‘মাশরাফি ভাই আমার মেন্টর।’ এই পেসার এবার শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজেও আছেন। তাতে ভাল কিছু করতেও চান। আজ শুরু হবে শ্রীলঙ্কাগামী ক্রিকেটারদের অনুশীলন। ভারতের বিপক্ষে একমাত্র টেস্টটি শেষে বিশ্রামে ছিলেন তাসকিন। আবার বল হাতে প্রস্তুতি নেয়ার সময় এসে গেছে। ফিটনেসটাই যেন তাসকিনের জন্য আসল। তাই ফিটনেস নিয়েই শুরুতে জানালেন, ‘ভাল আছি। অনেক কিছু মেইনটেইন করতে হচ্ছে। ফিট থাকা কঠিন একটা কাজ। টি২০ ও ওয়ানডের চেয়ে টেস্টে অনেক বেশি প্রেশার পড়ে।’ লঙ্গার ভার্সন বেশি খেলার অভ্যাস না থাকলেও মানিয়ে নেয়ার ব্যাপারে তাসকিন জানান, ‘ফিজিক্যালি ফিট থাকাটা খুব গুরুত্বপূর্ণ। তবে তারচেয়েও গুরুত্বপূর্ণ মানসিক শক্তিটা। আমি তাই ফিজিক্যালি শক্ত থাকার পাশাপাশি মানসিকভাবে শক্ত থাকার জন্যও চেষ্টা করছি। সিনিয়রদের সঙ্গে কথা বলেছি। মাশরাফি ভাইয়ের সঙ্গেও কথা বলেছি। সবচেয়ে বড় কথা হলো মানসিকভাবে শক্ত থাকা।’ ভারতের বিপক্ষে টেস্টে প্রথম ইনিংসে ২৫ ওভার ও দ্বিতীয় ইনিংসে ৭ ওভার বল করেছেন তাসকিন। মোট ৩২ ওভার বল করেছেন। উইকেট নিয়েছেন তিনটি (১ ও ২ উইকেট)। তাসকিন এমন পারফর্মেন্সে খুশি হতে পারছেন না, ‘আসলে ব্যক্তিগতভাবে খুব খুশি না। কিন্তু সবচেয়ে বড় কথা, দুঃখজনকভাবে তিনটা টেস্টই (নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি, ভারতের বিপক্ষে একটি) হেরেছি। আমি তিনটাই খেলেছি। প্রতিটি ম্যাচে আমি ৩০ ওভার, ৩৫ ওভার বোলিং করেছি। আগের চেয়ে ভাল না হলে এটা করতে পারতাম না। ভাল আছি। পেসাররা আসলে কখনই শতভাগ ফিট থাকতে পারে না। কিছুটা ব্যথা-ট্যাথা থাকেই। কিভাবে সব মেইনটেইন করে খেলতে হয়। আমাদের ভাল ট্রেনার আছে। তারা পরামর্শ দিচ্ছেন। এভাবে চলতে থাকলে আশাকরি, সামনে আরও বেশি বোলিং করতে পারব। আশাকরি সামনে সবকিছু ভাল হবে। ভাল কিছু হবে, এমন প্রত্যাশা নিয়েই শ্রীলঙ্কা যাব।’ শ্রীলঙ্কায় ভাল কিছু করতে আশাবাদী তাসকিন। বলেছেন, ‘শেষ কয়েকটি সিরিজের ভুলগুলো সামনে শোধরাতে চাই। সেটা পারলে আশাকরি শ্রীলঙ্কায় ভাল ফলাফল হবে। আমিও ব্যক্তিগতভাবে শ্রীলঙ্কায় ভাল কিছু করতে চাই।’ ইনজুরি নিয়ে ভাবেন না তাসকিন। এ নিয়ে জানিয়েছেন, ‘সত্যি কথা বলতে আমি খুব ভাগ্যবান। ইনজুরি জিনিসটা এমন, সিঁড়িতে হাঁটার সময়ও পা মচকে যেতে পারে। হ্যাঁ, আমি অনেক হার্ডওয়ার্ক করছি। সুস্থ আছি। এটাই মূল ব্যাপার। এখন আমি ইনজুরি নিয়ে কমই চিন্তা করি। মানসিকভাবে শক্ত থাকাটা জরুরী। এক্ষেত্রে মাশরাফি ভাই আমার পথপ্রদর্শক। তিনি এটা নিয়ে বেশি ভাবতে না করছেন। আমার সবকিছুতে মাশরাফি ভাই আমার মেন্টর। আমার লাইফ স্টাইল, সবকিছুতে। টেস্টে মাশরাফি ভাইকে মিস করি। তিনি থাকলে ভাল হতো মাঠে অভিভাবক পেয়ে যেতাম।’
×