ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট শুরু আজ

প্রকাশিত: ০৫:০৩, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত ও সফরকারী অস্ট্রেলিয়ার মধ্যকার আলোচিত চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে আজ। ভারত আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল, প্রতিপক্ষ দ্বিতীয় স্থানে। অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ এক নম্বর ব্যাটসম্যান, স্বাগতিক সেনাপতি বিরাট কোহলি আবার ঠিক তার পরেই। ব্যাটিং-বোলিং মিলিয়ে সেরা দশে থাকা দু’দলের ক্রিকেটারের সংখ্যা পাঁচজন। কোহলির নেতৃত্বে টানা ১৯ টেস্টে অপরাজিত ভারত, জয় টানা ছয় সিরিজে। একদিকে কোহলি-রবিচন্দ্রন অশ্বিন, অন্যদিকে ডেভিড ওয়ার্নার-মিচেল স্টার্ক। সিরিজের আগাম উত্তাপ বুঝতে এটুকু তথ্যই যথেষ্ট। আছে সেøজিংয়ের পুরনো দ্বৈরথ। পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় সকাল দশটায়। গত দেড় বছরে দেশে চারটি ও বিদেশে দুইটিসহ মোট ছয়টি টেস্ট সিরিজ খেলে সবকটিতেই জিতেছে কোহলিবাহিনী। একে একে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও বাংলাদেশকে। সাফল্যের ধারা অব্যাহত রেখে মৌসুম শেষ করতে চায় স্বাগতিকরা। ২০১৫ সালের আগস্ট থেকে টেস্ট ক্রিকেটে দুরন্ত হয়ে উঠেছে ভারত। এই সিরিজের আগে কেবল দেশের মাটিতেই ১৩টি টেস্ট খেলে ১১টিতে জয় ও ২টি ড্র টিম ইন্ডিয়ার। কোহলি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি আমাদের কাছে অনেক বড়। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটিও গুরুত্বপূর্ণ ছিল। সেটি প্রত্যাশা মতো ৪-০ ব্যবধানে জিতেছি। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষেও আমরা আমাদের খেলাটাই খেলে জয়ের ধারা অব্যাহত রাখতে চাই।’ টানা চারটি টেস্ট সিরিজে ডাবল-সেঞ্চুরি হাঁকিয়ে অনন্য রেকর্ড গড়া ভারত অধিনায়ক অস্ট্রেলিয়ার জন্য বড় হুমকি। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে ট্রিপল সেঞ্চুরির পর বাংলাদেশের বিপক্ষে একমাত্র ম্যাচে সুযোগ পাননি করুন নায়ারÑ যা ভারতের ব্যাটিং গভীরতার বড় উদাহরণ। যেখানে ভরসার বড় প্রতীক কোহলি, বোলিং-এ অশ্বিন। আইসিসি র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে তিনি। বাংলাদেশের বিপক্ষে টেস্টে ২৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন। মাত্র ৪৫ টেস্টে এই মাইলফলক ছুঁয়ে নতুন রেকর্ডের জন্ম দিয়েছেন তিনি। অশ্বিন পার্টনার হিসেবে পাচ্ছেন রবীন্দ্র জাদেজাকে। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন ধসিয়ে দেয়ার সামর্থ্য আছে তারও। শেষ ছয়টি সিরিজে সেই প্রমাণ দিয়েছেন জাদেজা। অনেকের মতে, রেকর্ড জয়ের মধ্যে থাকা কোহলিরা অস্ট্রেলিয়াকেও ‘হোয়াইটওয়াশ’ করে ছাড়বে। তবে ভারত কোচ অনিল কুম্বলে সেভাবে দেখতে চান না, ‘আমরা অত দূরে ভাবতে চাই না। প্রথমে কেবল পুনের কথাই ভাবছি, এরপর ব্যাঙ্গালুরু, তারপর অন্য দুটো। ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই।’ নিজ দল নিয়ে গর্বিত সাবেক লেগস্পিনারর ,‘আমি ভাগ্যবান যে, এমন একটা দলের কোচের সম্মান পেয়েছি। গত দশ মাস কাছে থেকে দেখার অভিজ্ঞতায় বলব, ওরা এখন যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য তৈরি।’ তুখোড় অশ্বিনের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘টেস্টে দ্রুত ২৫০ উইকেট নেয়ার রেকর্ড গড়েছে। কীর্তিটা অসাধারণ। ও দারুণভাবে এগিয়ে চলেছে। আশাকরি এই সিরিজেও সেটি অব্যাহত থাকবে।’ পক্ষান্তরে ভারতের মাটিতে প্রায় ১৩ বছরের সিরিজ জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচানোর মিশন অস্ট্রেলিয়ার। কঠিন এই চ্যালেঞ্জটা মোকাবেলার প্রস্তুতি নিয়েই এসেছে স্মিথবাহনী। দুবাইয়ে কন্ডিশনিং ক্যাম্প করেছে তারা। তবে সাম্প্রতিক সময়ে এশিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার পারফরর্মেন্স নিয়ে বেশ শঙ্কিত অসি অধিনায়ক। কারণ উপমহাদেশে নিজেদের টানা শেষ টেস্টে হার। ভারত সফরকে কঠিন আখ্যায়িত করে স্মিথ বলেন, ‘আমরা জানি এটি কঠিন সফর। প্রতিপক্ষ অনেক শক্তিশালী। বিশেষভাবে তাদের কন্ডিশনে। আমরা ভাল প্রস্তুতি নিয়েই এসেছি।’ উল্লেখ্য, সিরিজের বেশ আগেই ইংল্যান্ডের অভিজ্ঞ স্পিনার মন্টি পানেসার ও ভারতের সাবেক বাঁহাতি স্পিন অলরাউন্ডার শ্রীধরন শ্রীরামকে নিয়োগ দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ভারতের কন্ডিশনে স্পিনারদের ভাল করার জন্যই এমন উদ্যোগ নেয় সিএ। তবে পেস আক্রমণে অস্ট্রেলিয়া নির্ভর করবে মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডের ওপর।
×