ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলের চূড়ান্ত পর্ব শুরু

প্রকাশিত: ০৫:০২, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলের চূড়ান্ত  পর্ব শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ বুধবার থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সপ্তম এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসরের জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব। এ দুটি টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলায় ৭টি বিভাগের ১৪টি চ্যাম্পিয়ন দল অংশগ্রহণ করবে। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্ট দুটির উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। মেয়েদের বিভাগে রংপুরের টেপুরগাড়ী বিকে সরকারী প্রাথমিক বিদ্যালয় সিলেটের সৈয়দ আরজুমন্দ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৪-০ গোলে এবং ছেলেদের বিভাগে চট্টগ্রামের টেটং সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজশাহীর আজগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়। আগামী ২ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্ট দুটির ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাইনাল খেলায় উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি বিতরণ করবেন। টুর্নামেন্ট উপলক্ষে এক সংবাদ সম্মেলন বুধবার বাফুফে ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, বাফুফের সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিন, সহ-সভাপতি বাদল রায়, প্রাথমিক ও গণশিক্ষা সচিব আসিফ-উজ-জামান প্রমুখ।
×