ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুবাই ওপেনে কারবার-ওজনিয়াকির জয়

প্রকাশিত: ০৫:০১, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

দুবাই ওপেনে কারবার-ওজনিয়াকির জয়

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমের সাফল্যের ছবিগুলো এখনও ঝলমলে। নতুন বছরেও সে রকম প্রত্যাশা ছিল এ্যাঞ্জেলিক কারবারের। কিন্তু শুরুতে অবশ্য নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। যে কারণেই মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ধরে রাখতে পারেননি জার্মানির এই টেনিস তারকা। শুধু তাই নয়, সদ্য সমাপ্ত কাতার ওপেনেও কারবার ছিলেন নিষ্প্র্রভ। তবে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপে স্বরূপে ফেরার ইঙ্গিত দিয়েছেন। দ্বিতীয় পর্বের ম্যাচে খুব সহজেই তিনি পরাজিত করেছেন মোনা বার্তেলকে। মঙ্গলবার টুর্নামেন্টের শীর্ষ বাছাই কারবার ৬-৪ এবং ৬-৩ সেটে পরাজয়ের স্বাদ উপহার দেন তারই স্বদেশী বার্তেলকে। গত বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতেই টেনিস বিশ্বের নজর কুড়িয়েছিলেন এ্যাঞ্জেলিক কারবার। এরপর ইউএস ওপেনসহ বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও দখল করেছিলেন তিনি। কিন্তু মাঝের ব্যর্থতা থেকেই ক্রমেই বেরিয়ে আসছেন কারবার। জার্মান তারকা সন্তুষ্ট তার পারফর্মেন্সেও। এ প্রসঙ্গে ম্যাচের শেষেই তিনি বলেন, ‘পারফর্মেন্স নিয়ে আমি খুবই সন্তুষ্ট। আমি শুরু থেকেই আমার খেলাটা উপহার দেয়ার চেষ্টা করেছি। তাই প্রতিটি পয়েন্টেই দৃষ্টি রেখেছি। ম্যাচে পুরো শক্তিই ব্যবহার করতে পেরেছি।’ পরের রাউন্ডে শীর্ষ বাছাই এ্যাঞ্জেলিক কারবারের প্রতিপক্ষ মনিকা পুইগ। গত বছর রিও অলিম্পিকের ফাইনালেও একে অন্যের মুখোমুখি হয়েছিলেন তারা। সেই লড়াইয়ে কারবার অনেক এগিয়ে থাকলেও শেষের হাসিটা হাসেন কিন্তু মনিকা পুইগ। এই কারবারকে হারিয়েই কানাডাকে অলিম্পিক ইতিহাসের প্রথম স্বর্ণপদক জয়ের স্বাদ উপহার দেন তিনি। কারবারের সামনে এবার সেই পরাজয়ের প্রতিশোধ নেয়ার দারুণ সুযোগ। তবে জার্মান তারকা অবশ্য প্রতিশোধ নিয়ে ভাবছেন না। বরং নিজের সেরা খেলাটা দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করার কৌশল আঁটছেন তিনি। এ প্রসঙ্গে কারবার বলে, ‘এই ম্যাচটা একেবারেই ভিন্ন। তার বিপক্ষে আমার সেরাটাই ঢেলে দেয়ার চেষ্টা করব।’
×