ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

থাকছেন না সাকিব, তামিম, মাহমুদুল্লাহ

শ্রীলঙ্কা সফরের অনুশীলন শুরু আজ

প্রকাশিত: ০৫:০১, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

শ্রীলঙ্কা সফরের অনুশীলন শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের বিপক্ষে একমাত্র টেস্টটি শেষে ৯ দিনের ছুটি পেয়েছেন ক্রিকেটাররা। সেই ছুটি শেষ হয়েছে বুধবার। আজ শুরু হয়ে যাবে শ্রীলঙ্কা সফরগামী বাংলাদেশ দলের ক্রিকেটারদের অনুশীলন। যে অনুশীলনে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া বাকিরা অনুশীলনে অংশ নেবেন। সাকিব, তামিম, মাহমুদুল্লাহ খেলছেন পাকিস্তান সুপার লীগে (পিএসএল)। তাই তারা অনুশীলনে উপস্থিত থাকতে পারছেন না। বাকিরা ঠিকই অনুশীলন করবেন। বাংলাদেশ টেস্ট দলের ক্রিকেটাররা ২৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বেন। এ সফরের উদ্দেশে মঙ্গলবারই দল ঘোষণা করা হয়েছে। ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলের ক্রিকেটাররা টেস্ট খেলতে বিবেচনায় থাকবেন। তবে বাংলাদেশ দল যখন শ্রীলঙ্কায় যাওয়ার বিমানে চড়বে, সেই যাত্রাতেও দলের সঙ্গে থাকতে পারবেন না সাকিব, তামিম, মাহমুদুল্লাহ। পিএসএল শেষ হবে ৫ মার্চ। কোয়ালিফাইং রাউন্ড শুরু হবে ২৮ ফেব্রুয়ারি। আর লীগ পর্ব শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। লীগ পর্বে সাকিব, তামিম ও মাহমুদুল্লাহর ম্যাচগুলো শেষ হবে ২৫ ফেব্রুয়ারি। যদি সাকিব, তামিমের পেশোয়ার জালমি ও মাহমুদুল্লাহর কুয়েট্টা গ্ল্যাডিয়েটর্স কোয়ালিফাইং খেলে, তাহলে ৭ মার্চ গলে প্রথম টেস্ট শুরু হওয়ার আগে দলের সঙ্গে যোগ দেবেন তারা। আর যদি কোয়ালিফাইং না খেলেন তারা, তাহলে ২ মার্চ যে শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচ রয়েছে তার আগেই যোগ দেবেন। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। ৭ মার্চ গলে প্রথম টেস্ট দিয়ে পূর্ণাঙ্গ সিরিজটি শুরু হবে। সিরিজ শুরুর আগে মরাতুয়ায় ২ মার্চ শুরু হবে দুইদিনের প্রস্তুতি ম্যাচ। এরপর গলে ৭ মার্চ প্রথম টেস্টের পর ১৫ মার্চ কলম্বোয় দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এ টেস্টটি বাংলাদেশের জন্য ‘ঐতিহাসিক’ রূপে হাজির হবে। এটি বাংলাদেশের শততম টেস্ট ম্যাচ। টেস্ট সিরিজ শেষে ২২ মার্চ কলম্বোয় একটি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ডাম্বুলায় ২৫ মার্চ প্রথম ওয়ানডে খেলা দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ। এরপর ডাম্বুলাতেই ২৮ মার্চ দ্বিতীয় ও ১ এপ্রিল কলম্বোয় তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। কলম্বোতে সফরের শেষ দুটি টি২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। ৪ ও ৬ এপ্রিল ম্যাচ দুটি হবে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে খেলার জন্য আজ থেকেই অনুশীলন শুরু হচ্ছে। তবে খুব বেশিদিন দেশের মাটিতে অনুশীলন করার সুযোগ ক্রিকেটারদের নেই। তিনদিন হয়ত অনুশীলন হবে। মূলত ফিটনেস ট্রেনিংই করানো হবে। ২৭ ফেব্রুয়ারি তো দল শ্রীলঙ্কার উদ্দেশে রওনাই হয়ে যাবে। দেশের মাটিতে অনুশীলনের সুযোগ ক্রিকেটাররা খুব বেশি না পেলেও ম্যাচ খেলার প্র্যাকটিস ভালভাবেই সেরে নেয়া গেছে। শ্রীলঙ্কার বিপক্ষে আগে টেস্ট সিরিজ হবে। তাই টেস্ট দলই ঘোষণা করা হয়েছে। দলে মুশফিকুর রহীম, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান রুম্মন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, শুভাশীষ রায় ও রুবেল হোসেন রয়েছেন। এ ক্রিকেটারদের মধ্যে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট শেষে পুরোপুরি বিশ্রামে ছিলেন মুশফিক, সাব্বির, তাইজুল, তাসকিন ও মিরাজ। বিসিএলে দুটি রাউন্ড খেলে মুস্তাফিজও বিশ্রামে ছিলেন। বাকিদের মধ্যে সাকিব, তামিম, মাহমুদুল্লাহ পিএসএলে খেলে প্রস্তুতি সেরে নিচ্ছেন। আর বিসিএলের চতুর্থ আসরে সৌম্য সরকার, মুমিনুল হক, লিটন কুমার দাস, কামরুল ইসলাম রাব্বি, মোসাদ্দেক হোসেন, শুভাশীষ রায় ও রুবেল হোসেন খেলেছেন। তাদেরও প্রস্তুতি নেয়া হয়ে গেছে। ২৬ ফেব্রুয়ারি বিসিএলের পঞ্চম রাউন্ড শুরু হবে। এ রাউন্ডে যদি ওপেনার ইমরুল কায়েস ভাল করতে পারেন তাহলে তিনিও শেষ মুহূর্তে টেস্ট দলে স্থান করে নেবেন। ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টে যে দল ছিল, সেখান থেকে শুধু শফিউলই বাদ পড়েছেন। হায়দরাবাদ টেস্টের জন্য ১৫ সদস্যের দল ছিল। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য একজন বাড়িয়ে নেয়া হয়েছে। মুস্তাফিজ ‘অটোমেটিক চয়েজ’ ছিলেন। ফিট না থাকায় বাদ পড়েছেন শফিউল। পাঁচ পেসার নিয়ে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। সেখানে ফিট না থাকায় শফিউলেরই কপাল পুড়ল। বাকিরা ঠিকই নিজের স্থানে বহাল আছেন। এ দল নিয়ে শ্রীলঙ্কায় ভাল করার আশা করছে বাংলাদেশ। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু যেমন বলেছেন, ‘আমরা বড় তিনটি দলের বিপক্ষে টেস্ট খেলেছি (ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারত)। সেই জায়গা থেকে আমরা অনেকখানি এগিয়ে আছি। এই ম্যাচগুলো থেকে পাওয়া শিক্ষাগুলো যদি কাজে লাগাতে পারি তাহলে আত্মবিশ্বাসী যে এই সিরিজে বাংলাদেশ অবশ্যই ভাল কিছু করবে।’ সঙ্গে যোগ করেন, ‘একটা কথা মাথায় রাখতে হবে, শ্রীলঙ্কার মাটিতে কিন্তু শ্রীলঙ্কা খুবই ভয়ঙ্কর একটি দল। সেই অনুযায়ীই আমাদের সেরাটা দিতে হবে।’ সেই সেরাটা দিতে আজ থেকে অনুশীলন শুরু করে দিচ্ছেন দলের ক্রিকেটাররা।
×