ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে যাচাই বাছাই নিয়ে মুক্তিযোদ্ধাদেরঅভিযোগ

প্রকাশিত: ০৪:৫৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

খাগড়াছড়িতে যাচাই বাছাই নিয়ে মুক্তিযোদ্ধাদেরঅভিযোগ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ তীর ছোড়াছুড়ি চলছে। বাছাই কমিটির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রতিবাদে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অপর একটি গ্রুপ বাধা দিতে এলে হট্টগোল সৃষ্টি হয়। এ সময় সাংবাদিকরা বহু চেষ্টা করে তাদের নিবৃত করেন। গত ১৫ ফেব্রুয়ারি যাচাই-বাছাই কমিটির সদস্যদের বিরুদ্ধে বিএনপি, হেফাজতের সমর্থক, ভুয়া মুক্তিযোদ্ধা বানানোসহ এক কোটি ত্রিশ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ তোলা হয়। তার প্রতিবাদে যাচাই-বাছাই কমিটির সভাপতি আলী আশ্রাফ বুধবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব অভিযোগ মিথ্যা ভিত্তিহীন বলে দাবি করে প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যাচাই-বাছাই কমিটির সদস্য আবুল হাসেম। এ সময় জেলা কমিটির দফতর সম্পাদক সহ-কমান্ডার মোস্তফা, তথ্য গবেষণা সম্পাদক আলী হাওলাদারসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
×