ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে আলোচনা সভা

নদী প্রবাহে বাধা ॥ পানি সঙ্কটে কোটি কোটি মানুষ

প্রকাশিত: ০৪:৫২, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

নদী প্রবাহে বাধা ॥ পানি সঙ্কটে কোটি কোটি মানুষ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বঁাঁধ দিয়ে নদীর প্রবাহ আটকে দিয়ে পানির জন্যও পাসপোর্টের ব্যবস্থা করা হয়েছে। এতে চরম সঙ্কটে পড়েছে কোটি কোটি মানুষ। এ সঙ্কট শুধু বাংলাদেশের নয়, নেপাল ও ভারতের মানুষের জন্য বিরাট সঙ্কট। এ সঙ্কট মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করতে হবে। বুধবার নগরীর পদ্মার পাড়ে মুন্নুজান স্কুলের সামনে পানি সঙ্কটবিষয়ক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। গত ৭ ফেব্রুয়ারি থেকে নেপালে শুরু হওয়া নদী সুরক্ষা যাত্রার অংশ হিসেবে এ আলোচনার আয়োজন করা হয়। এর আগে রাজশাহীতে এবং গোদাগাড়ীর বিদিরপুরে জনসমাবেশ থেকেও একই দাবি তুলে ধরা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়াটার কমন্স ফেরামের ভারপ্রাপ্ত সভাপতি ও বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার পরিচালক ফয়েজুল্লাহ চৌধুরী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর সারওয়ার জাহান, নেপালের গ্রান্ডাক রিভার স্ট্রাগল কমিটির আহ্বায়ক বাদ্রি প্রসাদ, সাধারণ সম্পাদক এসএস গুপ্তা, শিক্ষক নেতা অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ক্ষুদ্র মৎস্যজীবী ও জেলে সমিতির সভাপতি ফরিজুল ইসলাম এবং উন্নয়ন সংগঠন পরিবর্তনের সম্পাদক রাশেদ রিপন বক্তব্য রাখেন। একশনএইড’র সহায়তার গত ৭ ফেব্রুয়ারি এই যাত্রা শুরু হয়েছে নেপালের গ্রান্ডাক নদীতীরে। এরপর ভারতে গঙ্গা নদীর পাড়ে ১৪ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। সবশেষে বুধবার রাজশাহীতে অনুষ্ঠিত হলো আলোচনা সভা। বৃহস্পতিবার রাজশাহীতে ফের আলোচনার পর সমাপ্ত হবে নদী সুরক্ষা যাত্রার প্রথম পর্ব। পরে বাংলাদেশ নেপাল ও ভারতের প্রতিনিধিরা পরবর্তী কর্মসূচী গ্রহণ করে সরকারকে তাদের অভিজ্ঞতা উপস্থাপন করবেন।
×