ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বিমানবন্দরে ফের যাত্রীর পেটে স্বর্ণবার

প্রকাশিত: ০৪:৪৮, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

চট্টগ্রাম বিমানবন্দরে ফের যাত্রীর পেটে স্বর্ণবার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শাহ আমানত বিমানবন্দরে আবারও স্বর্ণবার উদ্ধার হয়েছে যাত্রীর পেট থেকে। ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে চট্টগ্রামে আসা এ যাত্রীর নাম জামাল হোসেন। তার বাড়ি চট্টগ্রামের রাউজানে। বুধবার সকালে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা স্বর্ণগুলো উদ্ধার করেন। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্রে জানা যায়, দুবাই থেকে চট্টগ্রামে আসা যাত্রী জামাল হোসেন বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করছিলেন। এ সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে শুল্ক কর্মকর্তারা তাকে কাস্টমস কক্ষে নিয়ে আসেন। এরপর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কর্মকর্তারা পেট অপারেশন করে স্বর্ণ বের করা হবে বলে ভয় দেখালে যাত্রী নিজেই স্বীকার করে ফেলেন। তারপর ওষুধ খাইয়ে উদ্ধার করা হয় ৬টি স্বর্ণবার। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মঈনুল খান জানান, যাত্রী জামাল হোসেনের পেট থেকে উদ্ধার করা ৬টি স্বর্ণবারের ওজন প্রায় ৭০০ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। অভিনব এ কৌশলে দেশে অবৈধ স্বর্ণ ঢুকছে, এমন গোয়েন্দা তথ্য রয়েছে।
×