ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যাত্রী দুর্ভোগ চরমে

কালনায় পারাপারের অপেক্ষায় শত শত যান

প্রকাশিত: ০৪:৪৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

কালনায় পারাপারের অপেক্ষায় শত শত যান

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২২ ফেব্রুয়ারি ॥ নড়াইল ও গোপালগঞ্জের সীমান্তবর্তী কালনা ফেরিঘাটের যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় নদী পারাপারে ভোগান্তি চরমে উঠেছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে ফেরি পারাপার হওয়া যানবাহনের। ঘাটের দুই পাড়ে শত শত যানবাহনের দীর্ঘ লাইন পড়েছে। পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনে যাত্রী দুর্ভোগ এখন চরমে। জানা গেছে, ১৩ ফেব্রুয়ারি মাগুরার সীমাখালী ব্রিজ ভেঙ্গে যাওয়ায় বেনাপোলসহ ওই রাস্তায় চলাচলকারী যানবাহনের বড় একটি অংশ নড়াইল ও গোপালগঞ্জের সীমান্তবর্তী কালনা ফেরি দিয়ে নড়াইল হয়ে যশোর, বেনাপোল, মাগুরা, খুলনা, সাতক্ষীরা প্রভৃতি এলাকায় চলাচল করছে। তার সঙ্গে যোগ হয়েছে ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলের উরস থেকে ফেরা যাত্রীবাহী বাস। এ বিষয়ে ফেরিচালক নজরুল ইসলাম ও মফিজুল ইসলাম জনকণ্ঠকে জানান, তিন দিন ধরে কালনা ঘাটের দুটি ফেরির একটি নষ্ট হয়ে পড়ে রয়েছে। একটি ফেরি দিয়ে পরিবহন পারাপারে সমস্যা হচ্ছে। যে কারণে কালনা ফেরিতে ব্যাপক চাপ পড়েছে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকগুলোকে পারাপার হতে হচ্ছে। দীর্ঘ সময় ঘাটে বসে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে, মধুমতি নদীতে পানি কমে যাওয়ায় অসংখ্য ডুবোচরের কারণে ফেরি চলাচলেও বিঘœ ঘটছে। ঘাটের দুই পাড়ে ৫ শতাধিক যাত্রীবাহী বাস ও ট্রাক আটকা পড়েছে। কখন এসব যানবাহন পারাপার হতে পারবে তা অনিশ্চিত হয়ে পড়েছে। কালনা ঘাটের ইজারাদার মঞ্জুরুল ইসলাম মঞ্জু তিন দিন ধরে একটি ফেরি নষ্ট থাকার কথা স্বীকার করে জনকণ্ঠকে বলেন, কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।
×