ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় ডাকাতের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ০৪:৪৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

কুমিল্লায় ডাকাতের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২২ ফেব্রুয়ারি ॥ কুমিল্লায় ডাকাতদলের ছুরিকাঘাতে আবুল কালাম আজাদ নামে এক জুয়েলারি ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ২ জন। মঙ্গলবার রাতে জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল-লড়িবাগ রাস্তার পাশে সিন্দুরিয়া রেল ব্রিজের নিকট এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার নিহতের ভাই ফয়সাল আহমেদ বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে বুড়িচং থানায় মামলা করেন। নিহত আবুল কালাম আজাদ জেলার দেবিদ্বার উপজেলার বেগমাবাদ গ্রামের হাজি জমির আলী মেম্বারের ছেলে। জানা যায়, ব্যবসায়ী আবুল কালাম আজাদসহ তার অপর দুই সহযোগী মিজানুর রহমান ও জামাল হোসেন খান মঙ্গলবার রাতে মোটরসাইকেল নিয়ে পার্শ্ববর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার তেতাভূমি গ্রাম থেকে ফেরার পথে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল-লড়িবাগ রাস্তার পাশে সিন্দুরিয়া ব্রিজের কাছে পৌঁছার পর সংঘবদ্ধ ডাকাতদল তাদের ওপর হামলা চালায়। ডাকাতদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই ব্যবসায়ী আবুল কালাম আজাদ (৩৯) মারা যায় এবং তার অপর ২ সঙ্গী গুরুতর আহত হয়। এ সময় ডাকাতদল তাদের নিকট থেকে মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকাসহ ২ লাখ ২ হাজার টাকার মালামাল লুটে নেয়। স্থানীয়রা আহত মিজানুর রহমানকে (৩৮) কুমিল্লা জেনারেল হাসপাতালে এবং ও জামাল হোসেন খানকে (৪০) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। নিহত আবুল কালাম আজাদ জেলার দেবিদ্বার উপজেলা সদরের এসএ সরকারী কলেজ রোডের মমতা জুয়েলারির মালিক।
×