ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মমেক হাসপাতালে পিকনিকের নামে চাঁদাবাজি

প্রকাশিত: ০৪:৪৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

মমেক হাসপাতালে পিকনিকের নামে চাঁদাবাজি

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ষিক পিকনিকের নামে বাধ্যতামূলক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। আগামী ৩ মার্চ শেরপুরের মধুটিলা ইকোপার্কে পিকনিক আয়োজনের নামে সিনিয়র স্টাফ নার্সদের কাছ থেকে ৭০০ টাকা হারে চাঁদা আদায় করা হচ্ছে। অভিযোগ, বাংলাদেশ নার্সেস এ্যাসোসিয়েশন, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল শাখার নেতৃবৃন্দের নামে কর্মচারী সুলতান নার্সদের কাছ থেকে চাঁদার এই টাকা তুলছেন। তবে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক শাহিদা বেগম বার্ষিক পিকনিকের জন্য নার্সেস এ্যাসোসিয়েশনের নামে এই চাঁদা আদায়ের কথা স্বীকার করলেও সেটি বাধ্যতামূলক নয় বলে দাবি করেছেন। বাংলাদেশ নার্সেস এ্যাসোসিয়েশন, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক মিসেস নাজমার দাবি, সাংগঠনিক ও পারিবারিক বিনোদনের এই পিকনিকের জন্য কারও কাছ থেকে বাধ্যতামূলক চাঁদা নেয়া হচ্ছে না। পিকনিকের বাসে আসনসহ ৭০০ টাকা এবং সন্তানদের জন্য আসন ছাড়া ৪০০ টাকা হারে এই চাঁদা নেয়া হচ্ছে বলে জানান তিনি। হাসপাতালে সেবা ব্যবস্থাপনা ঠিক রেখে যারা যেতে ইচ্ছুক কেবল তাদের কাছ থেকেই এই টাকা নেয়া হচ্ছে বলে দাবি এই নার্স নেত্রীর। নাম প্রকাশে অনিচ্ছুক সিনিয়র স্টাফ নার্সের সূত্র জানায়, যে সকল সিনিয়র স্টাফ নার্স ২০১৬ সালের ১৫ ডিসেম্বর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে যোগদান করেছেন তারাই এই জুলুমের শিকার হচ্ছেন। এই সময়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৩১ নতুন সিনিয়র স্টাফ নার্স যোগ করেছেন। সূত্র আরও জানায়, যোগদানের পর তাদের কারও এখন পর্যন্ত বেতনভাতা হয়নি। ফলে অমানবিক দিন যাপন করছেন তারা। এমতাবস্থায় বাধ্যতামূলক এই চাঁদা তাদের কাছে ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ এবং বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয় বলে জানিয়েছে তারা। বলা হচ্ছে পিকনিকে না গেলেও তাদের ওপর ধার্য ৭০০ টাকা চাঁদা দিতে হবে। এছাড়া নতুন ৩৩১ নার্সের পুলিশ ভ্যারিফিকেশনের নামেও হাসপাতাল কর্মচারী সুলতান ৪০০ টাকা হারে চাঁদা আদায় করছে বলে অভিযোগ করা হয়।
×