ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসে অমর একুশে পালন

প্রকাশিত: ০৪:১৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসে অমর একুশে পালন

অস্ট্রিয়া প্রবাসী বাঙালীরা শ্রদ্ধা-ভালবাসায় স্মরণ করল ভাষা শহীদদের। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার হউফসাইলের বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারের বেদিতে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১ মিনিটে (বাংলাদেশ সময় একুশের প্রথম প্রহরে) প্রবাসী বাঙালীরা পুষ্প অর্পণ করেন। এতে প্রবাসী বাঙালীদের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। পুষ্প অর্পণের পর ‘আমার মাতৃভাষা’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও অমর একুশ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। দূতাবাস কার্যালয়ের মিলনায়তনে ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোঃ আবু জাফর, উপস্থাপনা করেন দূতাবাসের কাউন্সিলর শাবাব বিন আহমেদ। -বিজ্ঞপ্তি লেবু-কমলার সিংহ ফ্রান্সে প্রতিবছর লেবু উৎসব পালিত হয়। এবারের উৎসবটি হচ্ছে দেশটির মেন্টন শহরে। গত সপ্তাহ থেকে শুরু হওয়া এই উৎসব চলবে পহেলা মার্চ পর্যন্ত। আয়োজকরা এবার লেবু ও কমলা দিয়ে একটি সিংহ বানিয়ে পর্যটক টানার চেষ্টা করছে।-এএফপি নিজ গ্রামে ফেরা সিরিয়ার দিরআজ্জোর শহরের সাবাহ আল খায়ের গ্রামটি সম্প্রতি আইএস মুক্ত হয়। মার্কিন ও আরব যোদ্ধাদের যৌথ অভিযানে পিছু হটে আইএস জঙ্গীরা। দীর্ঘদিন পর গ্রামে ফেরে এই শিশু। সঙ্গে নিয়ে আসতে ভোলেনি তার প্রিয় ছাগলটিকে।- এএফপি।
×