ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ্যান্ড এ্যাপ্লাইড সায়েন্স শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু

প্রকাশিত: ০৪:১৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ্যান্ড এ্যাপ্লাইড সায়েন্স শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্ত্বাবধানে ঢাকার মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়ে›স এ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং এ্যাপ্লাইড সায়ে›স’ শীর্ষক দু’দিনব্যাপী আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন বুধবার এমআইএসটির মাল্টিপারপাস হলে শুরু হয়েছে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনে অংশগ্রহণকারী দেশী- বিদেশী বৈজ্ঞানিক, গবেষক ও বুদ্ধিজীবিদের স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য তিনি অভিনন্দন জানান। তিনি বলেন, সকল গবেষকের জন্য এ সম্মেলন একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করবে, যা বাংলাদেশকে উন্নয়নশীল দেশ গঠনে তথা বাংলাদেশের ভিশন-২০২১ ও ২০৪১ কে সার্থক করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। -আইএসপিআর এমআইএসটির গ্র্যাজুয়েশন সেরিমনি ১ মার্চ মিলিটারি ইন্সটিটিউট অব সায়ে›স এ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই-১৫), কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই-১৩), ইলেক্ট্রিক্যাল ইলেক্ট্রনিক্স এ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই-১১), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই-১১), এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (এই-৫) এবং নেভাল আর্কিটেকচার এ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং (এনএএমই-১) কোর্সের গ্র্যাজুয়েশন সেরিমনি রাজধানীর মিরপুর সেনানিবাসে এমআইএসটি ক্যাম্পাসে ১ মার্চ ১০টায় অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকল ছাত্র-ছাত্রীকে ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন, ২৭ ও ২৮ ফেব্রুয়ারি রিহার্সেল এবং ১ মার্চ চূড়ান্ত অনুষ্ঠানে যোগদানের জন্য অনুরোধ করা যাচ্ছে। -আইএসপিআর। বিনামূল্যে হামদর্দের চিকিৎসা ও ওষুধ বিতরণ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের উদ্যোগে দেশব্যাপী হামদর্দের সকল চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রে গরিব, দুস্থ ও অসহায় রোগীদের মাঝে বুধবার বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। হামদর্দ প্রধান কার্যালয়ে কার্যক্রমের উদ্বোধন করেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের চীফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া। এ সময় ভাষাশহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়। -বিজ্ঞপ্তি
×