ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নির্যাতিত রোহিঙ্গা নারীদের বর্ণনা শুনে হতবাক জাতিসংঘ দূত

প্রকাশিত: ০৪:১৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

নির্যাতিত রোহিঙ্গা নারীদের বর্ণনা শুনে হতবাক জাতিসংঘ দূত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াংহি লি দ্বিতীয় দিনের মতো কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন। তিনি বুধবার বেলা ১১টার দিকে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। দুপুর ১২টার দিকে যান টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে। এথানে তিনি মিয়ানমার থেকে নতুন আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। তিনি বৃহস্পতিবার পর্যন্ত তিনি কক্সবাজারে অবস্থান করে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বলে জানা গেছে। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের নির্যাতনের কথা শুনতে তিনি বাংলাদেশ সফরে এসেছেন। এর আগে তিনি ১২ দিন মিয়ানমারের রাখাইন রাজ্য সফর করেছেন। এদিকে মিয়ানমার থেকে পালিয়ে আসা ধর্ষণের শিকার মহিলাদের বর্ণনা শুনে হতবাক হয়ে পড়েন ইয়াংহি লি। রোহিঙ্গারা জাতিসংঘের বিশেষ দূতকে মিয়ানমারের সেনাবাহিনীর নিপীড়ন-নির্যাতন, অত্যাচার, জোর জুলুম, ঘরবাড়িতে আগুন, গণহত্যা এবং মহিলাদের সম্ভ্রমহানির কথা বললে শিউরে উঠেন তিনি। রোহিঙ্গারা জানায়, মায়ের সামনে মেয়েকে ও মেয়ের সামনে মাকে ধর্ষণ, মা-বাবা আত্মীয়স্বজনদের ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে বর্মী সেনারা। গ্রন্থমেলায় পর্যটন বিষয়ে জিয়াউলের বই ট্যুরিজম অমর একুশে গ্রন্থমেলায় পর্যটন বিষয়ে একটি মৌলিক বই প্রকাশ করা হয়েছে। ‘ট্যুরিজম’, নামের বইটি লিখেছেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক মোঃ জিয়াউল হক হাওলাদার। ট্যুরিজম বিষয়ে এই মৌলিক বইটি সাধারণ পাঠক, নবীন গবেষক এবং বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রছাত্রীদের কাজে আসবে বলে জানিয়েছেন লেখক। ভাষা প্রকাশের স্টলে পাওয়া যাচ্ছে বইটি। -বিজ্ঞপ্তি।
×