ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডাঃ কামরুলের সঙ্গে শিকাগো ভার্সিটি অধ্যাপকের সাক্ষাত

প্রকাশিত: ০৪:১৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

ডাঃ কামরুলের সঙ্গে শিকাগো ভার্সিটি অধ্যাপকের সাক্ষাত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খানের সঙ্গে তার কার্যালয়ে বুধবার শিকাগো ইউনিভার্সিটির অধ্যাপক ডাঃ হাবিবুল আহসান সাক্ষাত করেছেন। এসময় এ বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ইনস্টিটিউট স্থাপন ও ইলেকট্রনিক মেডিক্যাল রেকর্ড কিপিং কার্যক্রম আধুনিকীকরণ বিষয়ে আলোচনা করা হয়। সাক্ষাতকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আলী আসগর মোড়ল ও প্রক্টর অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমান দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন। গত ১৭ নবেম্বর উচ্চতর শিক্ষা ও গবেষণা বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিকাগো ইউনিভার্সিটির দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। -বিজ্ঞপ্তি ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে টেকসই উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠান সম্প্রতি ইউনিভার্সিটির অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ইউআইইউয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম রিজওয়ান খানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ড এ্যাম্বাসির ফার্স্ট সেত্রেুটারি পিটার ডে ভিরিয়েস। তিন দিনব্যাপী দেশী-বিদেশী লেখকগণ ৮৪টি পেপার উপস্থাপন করেন। সম্মেলনে টেকসই কৃষি এবং খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানি, চরম দারিদ্র্য দূরীকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, গ্রীন বিজনেস, গ্রীন ব্যাংকিং এবং সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনাসহ ১৬টি বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়। সম্মেলনে বক্তারা বলেন, টেকসই উন্নয়ন হচ্ছে এমন একটা উন্নয়ন যা বর্তমান জনসংখ্যার সার্বিক প্রয়োজনই শুধু মেটাবে না, বরং এটা ভবিষ্যত প্রজন্মের প্রয়োজন মেটাতেও সমর্থ হবে। বিশ্বের অনেক দেশ বর্তমানে টেকসই উন্নয়ন ঘটাতে বিভিন্ন নীতি ও কৌশল তৈরি এবং তা বাস্তবায়ন করেছে এবং বাংলাদেশও একইভাবে টেকসই উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে। -বিজ্ঞপ্তি বঙ্গবন্ধু কৃষি ভার্সিটিতে সমাবর্তন আজ স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন আজ দুপুরে অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ও বিশ^বিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আব্দুল হামিদ সমাবর্তনে সভাপতি হিসেবে উপস্থিত থেকে গ্র্যাজুয়েটদের মধ্যে সনদপত্র বিতরণ করার কথা রয়েছে। এতে বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহ্বুবর রহমান স্বাগত বক্তব্য প্রদান করবেন। সমাবর্তনে অটাম ২০০৯ থেকে অটাম ২০১৬ পর্যন্ত সময়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ডিগ্রী সম্পন্নকারী ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করবেন। উল্লেখ্য, বিশ^বিদ্যালয় অটাম ২০০৯ থেকে অটাম ২০১৬ পর্যন্ত ৬১ জনকে পিএইচডি ডিগ্রী, উইন্টার ২০০৯ থেকে অটাম ২০১৬ পর্যন্ত ৫৩৪ জনকে এমএস ডিগ্রী, উইন্টার ২০০৯ থেকে উইন্টার ২০১৫ পর্যন্ত ৪৯৬ জনকে বিএস (কৃষি) ডিগ্রী, উইন্টার ২০১২ থেকে উইন্টার ২০১৫ পর্যন্ত ১০৪ জনকে বিএস (ফিশারিজ) ডিগ্রী এবং উইন্টার ২০১৫ টার্মে ১৮ জনকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিগ্রী প্রদান করা হয়েছে। সমাবর্তন উপলক্ষে ইতোমধ্যে বিশ^বিদ্যালয় ক্যাম্পাস মনোরম সাজে সজ্জিত করা হয়েছে।
×