ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হাসিনার দিল্লী সফর নিয়ে আলোচনা করতে আজ আসছেন জয়শঙ্কর

প্রকাশিত: ০৪:১৩, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

হাসিনার দিল্লী সফর নিয়ে আলোচনা করতে আজ আসছেন জয়শঙ্কর

কূটনৈতিক রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লী সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে আজ বৃহস্পতিবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর। ভারতীয় পররাষ্ট্র সচিবের ২৪ ঘণ্টারও কম সময়ের এই সফরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হবে। সূত্র জানায়, ভারতের পররাষ্ট্র সচিব জয়শঙ্কর চীন থেকে ঢাকায় আসছেন। ভারত-চীনের কৌশলত সংলাপে অংশ নেয়ার লক্ষ্যে তিনি চীনে গিয়েছিলেন। প্রথমবারের মতো এই সংলাপের আয়োজন করেছে ওই দুই দেশ। জয়শঙ্কর চীন থেকে আজ বৃহস্পতিবার পৌনে দুইটার দিকে ঢাকায় পৌঁছবেন। তিনি আগামীকাল শুক্রবার সকালে দিল্লীর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ভারতের পররাষ্ট্র সচিবের এই সফরের সময়সীমা খুব সংক্ষিপ্ত হলেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লী সফরের বিষয়ে গুরুত্ব দেবেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে পারেন। এছাড়া পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের আমন্ত্রণে জয়শঙ্কর ঢাকায় আসছেন। দুই দেশের পররাষ্ট্র সচিব দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করবেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত ভারত সফর সম্পর্কেও আলোচনা করবেন। সফরকালে ভারতের পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ শাহরিয়ার আলমের সঙ্গেও সাক্ষাত করবেন জয়শঙ্কর। আগামীকাল শুক্রবার সকালে ভারতীয় পররাষ্ট্র সচিব ঢাকা থেকে দিল্লীর উদ্দেশে যাত্রা করবেন। সূত্র জানায়, আজ বৃস্পতিবার বেলা পৌনে দুইটার সময় ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় পৌঁছবেন। গণভবনে বিকেল ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন জয়শঙ্কর। আর সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেল লা মেরিডিয়ানে পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে এক নৈশভোজে অংশগ্রহণ করবেন তিনি। সেখানেই দুই পররাষ্ট্র সচিবের মধ্যে বৈঠকও হবে। দুই দেশের পররাষ্ট্র সচিবের মধ্যে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময়ে যৌথ ইশতেহারে ৬০ দফা ঢাকা ঘোষণা দেয়া হয়েছিল। সেই ইশতেহারের বাস্তবায়নের বিষয়ে দুই পররাষ্ট্র সচিবের বৈঠকে আলোচনা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের প্রস্তুতি নিয়ে যখন ঢাকা-দিল্লীর মধ্যে প্রস্তুতি চলছে, ঠিক তখনই জয়শঙ্কর ঢাকা আসছেন। জয়শঙ্করের এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লী সফরের বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে। আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রীর এই সফর সফলের লক্ষ্যে উভয়পক্ষের মধ্যে আলোচনা চলছে। ভারত সফরকালে কি কি চুক্তি হতে পারে সে বিষয়েও প্রস্তুতি নিচ্ছে ঢাকা-দিল্লী। তবে প্রধানমন্ত্রীর ভারত সফর সামনে রেখে যেসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে, সেসব নিয়ে আলোচনা চলছে। ঠিক কতটি চুক্তি হবে, সেটা এখনই চূড়ান্ত করা হয়নি। ঢাকা-দিল্লী উভয় পক্ষ মিলেই সেসব চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি চূড়ান্ত করা হবে। এর আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর গত ৩০ নবেম্বর দুইদিন ঢাকা সফর করেন। ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়। সে সময় ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রত্যাশা করছেন, তিনি (শেখ হাসিনা) যেন ভারত সফর করেন।
×