ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

১৩ এসপি ও ২২ এএসপির বদলি ও পদায়ন

প্রকাশিত: ০৪:১৩, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

১৩ এসপি ও ২২ এএসপির বদলি ও পদায়ন

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ পুলিশের ১৩ জন পুলিশ সুপারকে (এসপি) ও ২২ সহকারী পুলিশ সুপার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। সোমবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত আদেশে বদলির বিষয়টি জানানো হয়। বদলিকৃতরা হচ্ছেন নৌ-পুলিশের আনোয়ার হোসেনকে ট্যুরিস্ট পুলিশে, পুলিশ সদর দফতরের মোহাম্মদ শহীদুল্লাহকে সিলেট মেট্রোপলিটন পুলিশে (সিএমপি), পুলিশ সদর দফতরের মোহাম্মদ হেমায়েতুল ইসলামকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি), আরএমপির তোফায়েল আহাম্মদকে ১২ এপিবিএন’-এ, ডিএমপির এস এম মেহেদী হাসানকে কুষ্টিয়ায় বদলি করা হয়েছে। ৭ম এপিবিএন সিলেটের আশরাফুর রহমানকে ট্যুরিস্ট পুলিশে, বগুড়া হাইওয়ে পুলিশের ইসরাইল হাওলাদারকে ৭ম এপিবিএন সিলেটে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মোস্তাফিজুর রহমানকে বগুড়ার হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। এছাড়াও খাগড়াছড়ি জেলার এসপি মোঃ মজিদ আলীকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকায়, খুলনার আলী আহমদ খানকে কুষ্টিয়া জেলায়, এসপি প্রলয় চিসিমকে এসবিতে ঢাকায়, ডিএমপির এস এম জাহাঙ্গীর আলম সরকারকে ফেনীতে এবং ফেনীর মোঃ রেজাউল হককে পুলিশ সদর দফতরে বদলি করা হয়েছে। এদিকে একই সময় অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন) হাবিবুর রহমান কর্তৃক স্বাক্ষরিত আদেশে সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২২ জন কর্মকর্তাগণকে বদলি ও পদায়ন করা হয়েছে। বদলি বা পদায়নকৃত কর্মকর্তারা হলেন চৌদ্দগ্রাম সার্কেল কুমিল্লর সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান ফেরদৌসকে সহকারী পুলিশ সুপার পিটিসি টাঙ্গাইল, ৮ম এপিবিএন ঢাকার সহকারী পুলিশ সুপার আনিসুজ্জামানকে সহকারী পুলিশ সুপার সদর ফরিদপুর, এসপিবিএন ঢাকার সহকারী পুলিশ সুপার মোঃ রওশানুল হক সৈকতকে সহকারী পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার নওগাঁর সহকারী পুলিশ সুপার মোঃ আশিকুর রহমান খানকে সহকারী পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা (টিআর পদে), ডিএমপি ঢাকার সহকারী পুলিশ কমিশনার থান্দার খায়রুল হাসানকে ভেদরগঞ্জ সার্কেল শরীয়তপুরে, সিএমপি চট্টগ্রামের রতন কুমার দাস গুপ্তকে সহকারী পুলিশ সুপার আরআরএফ চট্টগ্রামে, বেগমগঞ্জ সার্কেল নোয়াখালীর সহকারী পুলিশ সুপার শিকদার মোঃ হাসান ইমামকে সহকারী পুলিশ কমিশনার ডিএমপি ঢাকায় বদলি/পদায়ন করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার (টিআর পদে) সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তফা কামালকে সহকারী পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেনকে সহকারী পুলিশ কমিশনার বিএমপি বরিশাল, শিল্পাঞ্চল পুলিশ ঢাকার সহকারী পুলিশ সুপার মোঃ এস, এম আল-বেরুনীকে সহকারী পুলিশ কমিশনার কেএমপি খুলনা, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার (টিআর পদে) সহকারী পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামানকে সহকারী পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা, হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হককে সহকারী পুলিশ সুপার ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, কুষ্টিয়া, র‌্যাবের সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমানকে সহকারী পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা (টিআর পদে), এসএমপি সিলেটের সহকারী পুলিশ কমিশনার মাহফুজ্জামান সরকারকে সহকারী পুলিশ সুপার হাইওয়ে পুলিশ ঢাকা, র‌্যাবের সহকারী পুলিশ সুপার মোঃ দোলন মিয়াকে ছাতক সার্কেল, সুনামগঞ্জ, ট্রাফিক কক্সবাজারের সহকারী পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরীকে রুমা সার্কেল, বান্দরবানে বদলি ও পদায়ন করা হয়েছে। এছাড়াও বিএমপি বরিশালের সহকারী পুলিশ কমিশনার মোস্তফা মনজুর মাহমুদকে সহকারি পুলিশ সুপার সিআইডি ঢাকা, সিলেটের সহকারী পুলিশ সুপার জ্যোতির্ময় সরকারকে সহকারী পুলিশ কমিশনার এসএমপি সিলেট, র‌্যাবের সহকারী পুলিশ সুপার মোঃ আবু বকর সিদ্দিককে সহকারী পুলিশ সুপার ২য় এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহ, র‌্যাবের সহকারী পুলিশ সুপার মোঃ সোহেল মাহমুদকে সহকারী পুলিশ সুপার চাঁদপুর, পাবনার সহকারী পুলিশ সুপার মোঃ আবু জাফরকে সহকারী পুলিশ সুপার ৫ম এপিবিএন ঢাকা, সিআইডি ঢাকার সহকারী পুলিশ সুপার কাজী মিজানুর রহমানকে সহকারী পুলিশ কমিশনার ডিএমপি ঢাকায় বদলি/পদায়ন করা হয়েছে।
×