ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এ বছরই সব ঋণ পরিশোধ করবে রাশিয়া

প্রকাশিত: ০৩:৫৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

এ বছরই সব ঋণ পরিশোধ করবে রাশিয়া

সাবেক সোভিয়েত ইউনিয়নের সময়কালে এ ইউনিয়নের অন্যান্য দেশ থেকে গ্রহণ করা ঋণের বাকি অর্থ চলতি বছরের মধ্যেই পরিশোধ করবে মস্কো। রাশিয়ার অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাকাডোনিয়ার ৬ কোটি ডলার এরইমধ্যে পরিশোধ করেছে রাশিয়া। বসনিয়া আর হারজেগোভিনার সাড়ে ১২ কোটি ডলার চলতি বছরের মধ্যেই পরিশোধ করা হবে। রুশ কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করার ৪৫ দিনের মধ্যেই পরিশোধ করে দেয়া হবে। যুগোসøাভিয়ার সঙ্গে পণ্য আমদানি-রফতানির সময় ঋণগ্রস্ত হয়ে পড়ে সোভিয়েত ইউনিয়ন। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর রাশিয়ান ফেডারেশনের মোট ঋণ ছিল ৬ হাজার ৬শ’ কোটি ডলার। -অর্থনৈতিক রিপোর্টার বিশ্বের ক্ষমতাধর এয়ারলাইন্স এয়ারোফ্লট যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং গাল্ফভুক্ত দেশগুলোর এয়ারলাইন্সকে পেছনে ফেলে বর্তমানে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এয়ারলাইন্স রাশিয়ার এয়ারোফ্লট। নিরাপদ ভ্রমণ, নিয়মনীতি এবং ফুটবল জায়ান্ট ম্যানচেস্টার সিটির স্পনসরশিপসহ এশিয়ার বিভিন্ন দেশের এভিয়েশন ইন্ডাস্ট্রিতে ব্যাপক আধিপত্য এয়ারোফ্লটের। পাশাপাশি বিশ্বের ট্রিপল এ ক্যাটাগরির ৯টি এয়ারলাইন্স ব্র্যান্ডের মধ্যে এয়ারোফ্লট একটি। সম্প্রতি রুশ কোম্পানি ব্র্যান্ড ফিন্যান্সের গবেষণা রিপোর্ট উঠে এসেছে এসব তথ্য। মস্কো ভিত্তিক এ এয়ারলাইন্সের আওতায় বর্তমানে ১৯০টি বিমান চলাচল করছে। -অর্থনৈতিক রিপোর্টার
×