ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চামড়া খাত উন্নয়নে রোডম্যাপ দিচ্ছে সরকার

প্রকাশিত: ০৩:৫৩, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

চামড়া খাত উন্নয়নে রোডম্যাপ দিচ্ছে সরকার

এম শাহজাহান ॥ বর্ষ পণ্য হিসেবে মর্যাদা দেয়ার পর এবার চামড়া খাত উন্নয়নে রোডম্যাপ দিতে যাচ্ছে সরকার। এ শিল্প খাত উন্নয়নে এ পর্যন্ত সরকারের গৃহীত বর্তমান কার্যক্রম, ভবিষ্যত প্রত্যাশা ও অঙ্গীকারসমূহ নিয়ে এই রোডম্যাপ প্রণয়ন করা হয়েছে। রোডম্যাপের আওতায় এ শিল্পের টেকসই উন্নয়নের রূপরেখা ঘোষণা করা হবে। দেশে একটি সুনিয়ন্ত্রিত, সুপরিকল্পিত এবং পরিবেশবান্ধব চামড়া শিল্প দেশে গড়ে উঠবে। আর এতে আগামী পাঁচ বছরে ৫ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় হবে এ শিল্প খাত থেকে। গত অর্থবছরে চামড়া, পাদুকা ও চামড়াজাতপণ্য রফতানি করে আয় হয়েছে ১১৬ কোটি ৯ লাখ ৫০ হাজার ডলার। হাজারো প্রতিকূলতা মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে এ শিল্প খাতটি। এদিকে, রোডম্যাপ বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবে-হাজারীবাগ থেকে ঢাকার অদূর সাভারে ট্যানারি স্থানান্তরের জন্য চূড়ান্ত নির্দেশনা দিয়েছে সরকার। তবে রোডম্যাপ বাস্তবায়নে সবুজ অর্থায়ন, মানসম্পন্ন কাঁচা চামড়ার যোগান নিশ্চিতকরণ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট গঠন, দক্ষ জনবল প্রস্তুত এবং বিজ্ঞানসম্মত পশুপালন বাড়ানোর ওপর জোর দিয়েছেন বিনিয়োগকারীরা। জানা গেছে, নতুন শিল্প নগরীতে ট্যানারি শিল্প পুরোদমে চালু করতে ৫ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। এর মধ্যে অবকাঠামো খরচ বাবদ ব্যয় হবে ৩ হাজার কোটি এবং বাকি ২ হাজার কোটি টাকা ব্যয় করা হবে শুধু মেশিনারীজ যন্ত্রপাতি ক্রয়ে। সহজশর্তে গ্রিন ফিন্যান্সিংয়ের মাধ্যমে এই তহবিল গঠন করা হবে। এ খাতের পরিবেশবিষয়ক সমস্যা সমাধানে সরকারী-বেসরকারী যৌথভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। চামড়া শিল্পের রোডম্যাপ বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যে সাভারের চামড়া শিল্প নগরীতে ট্যানারি সরানোর প্রক্রিয়া শুরু করেছেন উদ্যোক্তারা। জানা গেছে, পোশাক শিল্পের পরই চামড়া ও পাদুকাসহ চামড়াজাতপণ্য রফতানিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। বর্তমান এ খাত রফতানি বাণিজ্যে দ্বিতীয় সর্বোচ্চ শিল্প খাতে উন্নীত হয়েছে। শুধু তাই নয়, চামড়া ও পাদুকাসহ চামড়াজাত পণ্যকে ২০১৭ সালের জন্য বর্ষ পণ্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই পরিপ্রেক্ষিতে আগামী ২৬ ফেব্রুয়ারি রবিবার রাজধানীর ওয়েস্টিন হোটেল গুলশানে একটি সংবাদ সম্মেলনের ডাকা হয়েছে। ওই সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ চামড়া শিল্পের জন্য একটি রোডম্যাপ ঘোষণা করবেন। ইতোমধ্যে জাতীয় অর্থনীতিতে চামড়া খাত একটি উদীয়মান রফতানিমুখী শ্রমঘন খাত হিসেবে জায়গা করে নিতে সক্ষম হয়েছে। বর্তমান এ খাত রফতানি বাণিজ্যে দ্বিতীয় সর্বোচ্চ খাতে উন্নীত হয়েছে। চামড়া শিল্পের এ অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার লক্ষ্যে সরকার এ খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
×