ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বন্ধ হচ্ছে এনআরবি মিউচ্যুয়াল ফান্ড

প্রকাশিত: ০৩:৫২, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

বন্ধ হচ্ছে এনআরবি মিউচ্যুয়াল ফান্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি আইসিবি এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ফান্ডটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আগামী ২০ মার্চ ফান্ডটির মেয়াদ ১০ বছর পূর্ণ হবে। তাই বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি নিয়ে মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা ২০০১ অনুযায়ী ফান্ডটি অবলুপ্ত করা হবে। উল্লেখ্য, ফান্ডটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এই ফান্ডের পরিশোধিত মূলধন ১০ কোটি টাকা। বাজারে এটির মোট ১ কোটি ইউনিট রয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×