ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৩:৫১, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

পুুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্যসূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে প্রায় ১ শতাংশ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। উভয় বাজারেই দিনটিতে আধিপত্য বিস্তার করেছে জ্বালানি এবং শক্তি খাতটি। ডিএসইতে খাতটি সার্বিক লেনদেনের মোট ১৯.৩০ শতাংশ দখল করেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে এক হাজার ৩০৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১১ কোটি ২১ লাখ টাকা বেশি। সোমবার ডিএসইতে এক হাজার ২৯৭ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির শেয়ার দর। আইডিএলসি ইনভেস্টমেন্টের বাজার পর্যালোচনায় বলা হয়েছে, বুধবারে বড় ও মাঝারি মূলধনী কোম্পানির ওপর ভর করে সূচক বেড়েছে মোট ২০ পয়েন্ট। বড় মূলধনী কোম্পানির দশমিক ৪০ শতাংশ ও মাঝারি মূলধনী কোম্পানির দর বেড়েছে .৩০ শতাংশ। তবে দিনটিতে সমান কোম্পানির বেড়েছে ও কমেছে। দিনটিতে লভ্যাংশ ঘোষণা করা কোম্পানিগুলোর প্রভাব পড়েছে বাজারে। জ্বালানি এবং শক্তি খাতের কোম্পানিগুলোর দর বেড়েছে ১.৪০ শতাংশ। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬২৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩১৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৩৩ পয়েন্টে। ডিএসই বুধবার লেনদেনের শীর্ষে রয়েছে বারাকা পাওয়ার লিমিটেড। লেনদেনে সেরা ১০ কোম্পানির তালিকার শীর্ষে থাকা কোম্পানিটি ৫৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। কোম্পানিটি ৪ হাজার ২৮০ বারে এক কোটি ৮ লাখ ৫৪ হাজার ২৯৫টি শেয়ার হাতবদল করেছে। এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড। কোম্পানিটির ৩ হাজার ৮৫৮ বারে ৮৯ লাখ ২৫ হাজার ৫৯৬টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ৫২ কোটি ৪২ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা আইডিএলসি ফিন্যান্স ২ হাজার ৯৫৬ বারে ৪০ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ৩৮ কোটি ৬০ লাখ টাকা, একমি ল্যাব ৩৮ কোটি ৮ লাখ টাকা, পদ্মা অয়েল ৩৬ কোটি ৩ লাখ টাকা, এ্যাপোলো ইস্পাত ৩১ কোটি ৮ লাখ টাকা, ইফাদ অটোস ৩০ কোটি ৯১ লাখ টাকা, জিপিএইচ ইস্পাত ২৯ কোটি ৬৯ লাখ টাকা ও তিতাস গ্যাস ২৮ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৮০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৩৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : গ্রীন ডেল্ট্রা, বেক্সিমকো, পদ্মা অয়েল, লঙ্কাবাংলা ফাইন্যান্স, একমি ল্যাবরেটরিজ, জিবিবি পাওয়ার, এ্যাপোলো ইস্পাত, বারাকা পাওয়ার, সামিট পাওয়ার ও আরএন স্পিনিং।
×