ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উত্তর কোরীয় দূতাবাসের এক পদস্থ কর্মকর্তাকে খোঁজা হচ্ছে

প্রকাশিত: ০৩:৫০, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

উত্তর কোরীয় দূতাবাসের এক পদস্থ কর্মকর্তাকে খোঁজা হচ্ছে

মালয়েশীয় পুলিশ কুয়ালালামপুর বিমানবন্দরে কিম জং ন্যামের হত্যার সঙ্গে সম্পৃক্ততার জন্য উত্তর কোরীয় দূতাবাসের এক উচ্চপদস্থ কর্মকর্তাকে খুঁজছে। জাতীয় পুলিশ প্রধান খালিদ আবু বকর বুধবার এ কথা বলেছেন। খবর এএফপিও ও বিবিসি অনলাইনের। উত্তর কোরীয় নেতা কিম জং উনের বৈমাত্রেয় ভাই কিম জং ন্যাম গত সপ্তাহে কুয়ালালামপুর বিমানবন্দরে নিহত হন। এ হত্যর জন্য ৫ উত্তর কোরীয় নাগরিকের বিরুদ্ধে অভিযোগ এনেছে মালয়েশীয় পুলিশ। তারা বলেছেন, জিজ্ঞাসাবাদের জন্য আরও ৩ জনকে খুঁজছে পুলিশ। এদের মধ্যে একজন কুয়ালালামপুরে উত্তর কোরীয় দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি তার নাম হাইউন কোয়াং সং বলে উল্লেখ করা হয়েছে। অন্য দুইজন হচ্ছেন উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় এয়ারলাইন এয়ার কোরীয়ের এক স্টাফ সদস্য কিম উক ইল ও রিজিউ। পুলিশ প্রধান খালিদ বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, সন্দেহভাজকরা এখনও মালয়েশিয়াতেই অবস্থান করছেন। ন্যাম ১৩ ফেব্রুয়ারি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে খুন হন। হুতি ক্ষেপণাস্ত্র হামলায় ইয়েমেনি জেনারেল নিহত দক্ষিণ ইয়েমেনে সেনাবাহিনীর একটি শিবির লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে এক জ্যেষ্ঠ জেনারেল নিহত হয়েছেন। বুধবারের এ ঘটনায় আরও বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে সামরিক একটি সূত্র জানিয়েছে। খবর ইয়াহু নিউজের। নিহত জেনারেলের পরিবারের নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র বলে, আজ ভোরে আল মোখা শহরের ওই শিবিরটিতে ক্ষেপণাস্ত্রটির আঘাতে আরও কয়েকজনের সঙ্গে ডেপুটি চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল আহমেদ সায়িফ আল ইয়াফেই নিহত হয়েছেন। আল মোখা লোহিত সাগরের একটি বন্দর শহর। শহরটি লোহিত সাগরের বাব আল মান্দাব প্রণালীর নিকটবর্তী। এই প্রণালী দিয়েই বিশ্বের অধিকাংশ তেলবাহী ট্যাঙ্কার যাতায়াত করে। সম্প্রতি এই এলাকায় ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরব সমর্থিত ইয়েমেনি প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদির অনুগত সেনাদের তীব্র লড়াই চলছে।
×