ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাংবাদিকদের সাথে শহীদ মিনারে যাওয়ায় ৫ শিক্ষার্থীদের মারধর

প্রকাশিত: ০১:৫৩, ২২ ফেব্রুয়ারি ২০১৭

সাংবাদিকদের সাথে শহীদ মিনারে যাওয়ায় ৫ শিক্ষার্থীদের মারধর

বাকৃবি সংবাদদাতা ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাংবাদিকদের সাথে শহীদ মিনারে ফুল দেওয়ায় প্রথম বর্ষের পাঁচ শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রলীগ কর্মীরা। মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শহীদ নাজমুল আহ্সান হলে ওই ঘটনা ঘটে। এই ঘটনায় বিচার ও নিরাপত্তা চেয়ে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ভূক্তভোগী শিক্ষার্থীরা। বিভিন্ন সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাকৃবি সাংবাদিক সমিতির সদস্যদের সাথে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জালি জানায় সাংবাদিক হতে ইচ্ছুক ওই হলের কয়েকজন শিক্ষার্থী। এই ঘটনায় জের ধরে রাত ১০টার দিকে শহীদ নাজমুল আহ্সান হলের প্রথম বর্ষের ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের হলের অতিথি কক্ষে ডেকে পাঠায় ওই হলের ছাত্রলীগের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্রলীগ কর্মী শাহেদ, রাকিবুল, মনির, রোকনুজ্জামান রিয়াদ, আবু নাঈম, অনিক ফেরদৌস, তানভির শাকিল, মো. ইয়াসিন ও মাশহুর আহমেদ। এসময় তাঁরা ছাত্রলীগ কর্মীদের না জানিয়ে সাংবাদিক সমিতির সাথে ফুল দেওয়ায় প্রথম বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান, জাহিদ হাসান, রাকিবুল হাসান এবং দ্বিতীয় বর্ষের শাহরিয়ার আমিন ও আরিফ হোসেনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে এবং হল থেকে বের করে দেওয়ার হুমকী দেয় ছাত্রলীগ কর্মীরা। এই ঘটনায় বিচার ও নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর বুধবার দুপুরে লিখিত অভিযোগ করেছে ভূক্তভোগী শিক্ষার্থীরা। লিখিত অভিযোগে তারা উল্লেখ করেন ‘ছাত্রলীগের ভাইয়েরা আমাদের হল থেকে বের হয়ে যেতে বলেন এবং ছাত্রলীগ ব্যতিত অন্য কোন ছাত্র সংগঠন করলে জীবনের ঝুঁকি নিয়ে হলে থাকতে হবে। এতে আমরা নিরাপত্তাহীনতায় আছি। এঘটনায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল দু:খ প্রকাশ করেন ওই হলের সিনিয়র কর্মীদের ঘটনাটি সমাধানের জন্য বলেন। হল প্রভোস্ট অধ্যাপক মো. সিদ্দিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অবগত আছেন বলে জানান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.এ.কে.এম জাকির হোসেন বলেন, আমি ৫টি লিখিত অভিযোগ পেয়েছি। পরবর্তীতে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
×