ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের উপর নির্যাতনের বর্ণনা শুনলেন জাতিসংঘের বিশেষ দূত

প্রকাশিত: ০১:৪৯, ২২ ফেব্রুয়ারি ২০১৭

রোহিঙ্গাদের উপর নির্যাতনের বর্ণনা শুনলেন জাতিসংঘের বিশেষ দূত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বাংলাদেশ সফরে আসা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াংহি লি দ্বিতীয় দিনের মতো কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন। তিনি বুধবার বেলা ১১ টার দিকে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। বেলা ১২ টার দিকে যান টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে। ওখানে পৌঁছার পর তিনি মিয়ানমার থেকে নতুন করে আসা রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করেন। মঙ্গলবার সকাল ১১টায় তিনি বিমান যোগে কক্সবাজার আসেন। দুপুর ১টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও সন্ধ্যায় জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করেন তিনি। আলোচনা হয় রোহিঙ্গাদের অবস্থান, চিকিৎসা ব্যবস্থা ও নিরাপত্তা নিয়ে। রোহিঙ্গাদের নোয়াখালীর ঠেঙ্গারচরে স্থানান্তরের বিষয়েও কথা হয়। ওসময় আইওএম সহ আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার পর্যন্ত তিনি কক্সবাজার অবস্থান করে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বলে জানা গেছে। মুলত মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের নির্যাতনের কথা শুনতে তিনি বাংলাদেশ সফরে আসেন। এর আগে তিনি ১২ দিন মিয়ানমার রাখাইন রাজ্য সফর করেছেন। এদিকে মিয়ানমার থেকে পালিয়ে আসা ধর্ষনের শিকার হওয়া মহিলাদের বর্ণনা শুনে হতভাগ হয়ে পড়েন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াংহি লি। রোহিঙ্গারা জাতিসংঘের বিশেষ দূতকে মিয়ানমারের সেনাবাহিনীর নিপিড়ন-নির্যাতন, অত্যাচার, জোর জুলুম, ঘর বাড়িতে আগুন, গণহত্যা এবং মহিলাদের সম্ভ্রমহানির কথা বললে শিউরে উঠেন তিনি। রোহিঙ্গারা জানায়, মায়ের সামনে মেয়েকে ও মেয়ের সামনে মা কে ধর্ষন মা-বাবা আত্মীয় স্বজনদেরকে ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে বর্মী সেনারা। এছাড়াও জাতিসংঘের বিশেষ দূতকে স্পষ্ট ভাষায় জানিয়ে রোহিঙ্গারা জানায়, মিয়ানমারে তাদের নাগরিকত্ব এবং চলাচলের অবাধ সুযোগ সুবিধা না দিলে কখনো তারা মিয়ানমারে ফিরে যাবেনা।
×