ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আদালত পরিবর্তনে খালেদার আবেদনের ফের শুনানি রবিবার

প্রকাশিত: ০১:১৫, ২২ ফেব্রুয়ারি ২০১৭

আদালত পরিবর্তনে খালেদার আবেদনের ফের শুনানি রবিবার

স্টাফ রিপোর্টার ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত পরিবর্তন চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের শুনানি অব্যাহত রয়েছে। আগামী রবিবার (২৬ ফেব্রুয়ারি) পর্যন্ত শুনানি মুলতবি করেছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চে বুধবার খালেদার পক্ষে দ্বিতীয় দিনের মতো শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। গত ১৬ ফেব্রুয়ারি শুনানি শুরু হয়। আবেদনে রুল জারির আরজি জানিয়ে মামলার কার্যক্রমের ওপরও স্থগিতাদেশ চাওয়া হয়েছে। গত ০৮ ফেব্রুয়ারি এ আবেদন উপস্থাপনের পর বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ ১৩ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেছিলেন। পরে বেঞ্চ পরিবর্তন ও নতুন দিন ধার্য হয়। আদালতে খালেদা জিয়ার পক্ষে আবেদনটি উপস্থাপন করেন আইনজীবী মাহবুবউদ্দিন খোকন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী ও জাকির হোসেন ভূঁইয়া।
×