ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে হকারদের দ্বন্দ্বে নিহত ১

প্রকাশিত: ০১:১১, ২২ ফেব্রুয়ারি ২০১৭

রাজধানীতে হকারদের দ্বন্দ্বে নিহত ১

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনি চক মার্কেটের হকারদের মধ্যে দ্বন্দ্বে ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। নিহত ব্যক্তির নাম খোকন মোল্লা (৩০)। তিনি চাঁদনি চক মার্কেটের বাইরের অংশে সালোয়ার–কামিজ বিক্রি করতেন। আহত আরেক ব্যবসায়ীর নাম বাবুল ব্যাপারী (৪০)। তাঁর অবস্থা আশঙ্কাজনক। আজ বুধবার বেলা তিনটায় রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনি চক মার্কেটের হকারদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে আহত হন দুজন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল চারটায় খোকনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আহত ব্যক্তিদের সঙ্গে আসা একজন জানান, মারামারির একপর্যায়ে শাহাবুদ্দিন নামের এক ব্যক্তি খোকনকে ছুরিকাঘাত করেন। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, নিহত খোকনের লাশ মর্গে রাখা হয়েছে। আহত বাবুলের বুকে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এ হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার বলেন, হকাররা দুপুরে খাওয়া-দাওয়া করছিল। এক পর্যায়ে কথা কাটাকাটির পর শাহাবুদ্দিন নামে এক হকার দুই জনকে ছুরিকাঘাত করেন। এতে হতাহতের এ ঘটনা ঘটে। শাহাবুদ্দিনকে গ্রেফতারে চেষ্টা চলছে।
×