ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এই দলটা নিজেরাই নিজেদের চালাতে পারে, বলছেন কুম্বলে

প্রকাশিত: ২০:১১, ২২ ফেব্রুয়ারি ২০১৭

এই দলটা নিজেরাই নিজেদের চালাতে পারে, বলছেন কুম্বলে

অনলাইন ডেস্ক ॥ ভারতীয় দলের কোচ হতে পেরে তিনি গর্বিত। কিন্তু অনিল কুম্বলের একই সঙ্গে মনে হচ্ছে, বিরাট কোহালির এই দলটা নিজেদের পায়েই এত সুন্দর ভাবে দাঁড়িয়ে গিয়েছে যে, কোচ না হলেও চলবে। ‘‘আমি ভাগ্যবান যে, ভারতীয় দলের কোচের মতো একটা সম্মান পেয়েছি। গত দশ মাস ধরে এই দলটাকে আমি কাছ থেকে দেখছি। দেখে মনে হচ্ছে, প্রত্যেকটি পরিস্থিতির জন্য ওরা সকলে তৈরি। নিজেরাই চালাতে পারছে নিজেদের,’’ পুণেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহারণ শুরু হওয়ার আগে বলেছেন কুম্বলে। তিনি নিজে কী করেছেন, তা নিয়ে বলতে গিয়ে কুম্বলে যোগ করেন, ‘‘মাঠে ও মাঠের বাইরে কী ভাবে সমস্যার সমাধান করব, সেই ব্যাপারে আমি ওদের পথ দেখানোর চেষ্টা করেছি। কিন্তু আবারও বলছি, ওরা নিজেরাই এত সুন্দর ভাবে নিজেদের পরিচালনা করেছে যে, সেটাকে অতুলনীয় বলতেই হবে।’’ আর. অশ্বিনের প্রশংসা করে কুম্বলে বলেন, ‘‘টেস্টে দ্রুততম ২৫০ উইকেট নিয়েছে অশ্বিন। ব্যক্তিগত কিছু মাইলস্টোনও হয়েছে এর মধ্যে। অশ্বিনের কীর্তিটা অসাধারণ।’’ দেশের মাটিতেও ভারতীয় দল ১৬ জন ক্রিকেটারকে নিয়ে চলছে। এ নিয়ে জিজ্ঞেস করা হলে কোচ জানান, চোট-আঘাতের জন্য আগাম সতর্কতার কারণেই এই সিদ্ধান্ত। ‘‘আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে একটা দলও গড়ে তুলতে চাইছি। একটা চ্যাম্পিয়ন দল। যারা আগামী ক’বছরে খেলবে। এই মরসুমের এটা ১৪তম টেস্ট। এর পর আছে আরও তিনটি। এই দলটাকেই আমরা ধরে রাখার চেষ্টা করছি।’’ সঙ্গে যোগ করেন, ‘‘অতীতে আমরা দেখেছি, ম্যাচের ঠিক আগে কেউ চোট পেয়েছে। সেই কারণে এ বার আমরা সতর্ক। তা ছাড়া আমরা সকলকে স্কোয়াডের সঙ্গে রেখে দল হিসাবে গড়ে তুলতে চাইছি। বোঝাতে চাইছি, আমরা দল হিসাবে তোমাদের নিয়েই এগিয়ে যেতে চাই।’’ অস্ট্রেলিয়া সিরিজে দলের সঙ্গে কয়েক জন তরুণ মুখকে যুক্ত করা হয়েছে। যেমন অনিকেত চৌধূরী, বাসিল থাম্পি, নাথু সিংহ। কুম্বলে জানিয়ে দিয়েছেন, এঁরা সকলেই নজর কেড়েছে বলে দলের সঙ্গে তাঁদের রাখা হচ্ছে। যাতে ভবিষ্যতের জন্য এই সব তরুণতা তৈরি হতে পারে। ‘‘হয়তো এখনই বলা সম্ভব নয় যে, ওরা অদূর ভবিষ্যতেই ভারতের হয়ে খেলবে। সে সব তো সময়ই বলবে। তবে আমাদের নজরে ওরা আছে এবং সেই কারণে ওদের তৈরি করা হবে। আমাদের দলের যে কর্মসংস্কৃতি, তার সঙ্গে ওদের পরিচিত করার চেষ্টা হচ্ছে,’’ বিশ্লেষণ কুম্বলের। কোহালির ভারত নতুন রেকর্ড তাড়া করছে। কপিল দেবের দলের ১৯টি টেস্টে অপরাজিত থাকার কীর্তি আছে। কোহালিরা রেকর্ড নিয়ে জিজ্ঞেস করা হলে কুম্বলে বললেন, ‘‘এ সব তথ্য রয়েছে। কিন্তু অত দূরের কথা আমরা ভাবতে চাই না। আমরা এই টেস্টের কথা ভাবছি। এর পর বেঙ্গালুরু নিয়ে ভাবব। তার পর অন্য দু’টি টেস্ট নিয়ে। আমরা একটা একটা করে ম্যাচ নিয়েভেবেই সিরিজে এগতে চাই।’’ সূত্র : আনন্দবাজার পত্রিকা
×