ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ক্যালিফোর্নিয়ায় গাড়ি চুরির পর পুলিশকে গুলি করে হত্যা

প্রকাশিত: ১৯:৩৫, ২২ ফেব্রুয়ারি ২০১৭

ক্যালিফোর্নিয়ায় গাড়ি চুরির পর পুলিশকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক॥ ক্যালিফোর্নিয়ায় চুরি করা গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা ও অপর একজনকে আহত করেছেন এক ব্যক্তি। ক্যালিফোর্নিয়া পুলিশ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, একটি ট্রাফিক দুর্ঘটনার কাজে গিয়েছিল এই দুই অফিসার। সেখান তারা গাড়ি চুরি করা ব্যক্তিটির কাছে গেলে সে সরাসরি গুলি করে। লস অ্যাঞ্জেলসের কাউন্টি শেরিফ লেফটেনেন্ট জন কোরিনা জানান, গুলি চালানো ব্যক্তিটি একটি গাড়ি চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিল। এ সময় সে অপর একটি গাড়ির সঙ্গে তার গাড়িটি লাগিয়ে দিলে ঐ ব্যক্তি পুলিশকে খবর দেয়। এ সময় ট্রাফিক দুর্ঘটনা তদন্তের জন্য এই দুই পুলিশ অফিসার সেখানে যায়। গাড়িটি চুরি করা ছিল কিনা, তারা বিষয়টি জানত না। ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮টার সময় গাড়ি চুরি করা ঐ ব্যক্তিটির কাছে গিয়ে কথা বলার চেষ্টা করেন দুই অফিসার। এ সময় কোন কথা না বলে সরাসরি গুলি চালায় ঐ ব্যক্তি। যখন অন্যান্য অফিসাররা ঘটনাস্থলে পৌঁছান ততক্ষণে একজন সিনিয়র অফিসার মারা গেছেন। অপরজন গুরুতর আহত অবস্থায় সেখানেই ছিলেন। কোরিনা জানান, ২৬ বছর বয়সী এই ব্যক্তি পরিচিত একটি গ্যাংয়ের সদস্য হিসেবে। এক সপ্তাহ আগে জামিনে সে ছাড়া পায়। এবিসি নিউজ।
×