ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

উত্তর কোরিয়া অ্যাম্বেসি ও এয়ারলাইনকে জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ১৯:২৪, ২২ ফেব্রুয়ারি ২০১৭

উত্তর কোরিয়া অ্যাম্বেসি ও এয়ারলাইনকে জিজ্ঞাসাবাদ

অনলাইন ডেস্ক॥ কিম জঙ-নেম হত্যাকারীদের ধরতে উত্তর কোরিয়া অ্যাম্বেসি ও এয়ারলাইনের কর্মীদের জিজ্ঞাসাবাদ করতে চায় বলে জানিয়েছ মালয়েশিয়ার কর্মকর্তারা। দেশটির ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ খালিদ আবু বাকার বুধবার হওয়া এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। এ সময় তিনি আরো বলেন, উত্তর কোরিয়া অ্যাম্বেসি তাদেরকে ঠিক মত সহায়তা করছে না। কিম জঙ-উনের লাশ ঘরের নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে খালিদ বলেন, তার লাশ রাখার ঘরটিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার পর থেকে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। উল্লেখ্য, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জঙ-উনের ভাই কিম জঙ-নেম। ১৩ই ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিষ প্রয়োগের মাধ্যমে নেমকে হত্যা করা হয়।
×