ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ধোনিকে অধিনায় থেকে ছাঁটাই করায় আজাহারের মন্তব্য

প্রকাশিত: ১৯:১৮, ২২ ফেব্রুয়ারি ২০১৭

ধোনিকে অধিনায় থেকে ছাঁটাই করায় আজাহারের মন্তব্য

অনলাইন ডেস্ক॥ এক প্রাক্তন জাতীয় অধিনায়ক পাশে দাঁড়ালেন অপর এক প্রাক্তনের। সমালোচনা করলেন নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে। ধোনিকে অধিনায়কত্ব থেকে ছাঁটাই করায় পুণে সুপারজায়ান্টস কর্তৃপক্ষকে তীব্র আক্রমণ করে বসলেন মহম্মদ আজাহারউদ্দিন। তিনি সাফ বলে দিলেন, যেভাবে ধোনিকে সরিয়ে দেওয়া হল এটা তৃতীয় শ্রেণীর নিম্ন মানসিকতার পরিচয়। ধোনি ভারতীয় ক্রিকেটের রত্নস্বরূপ। আট বছরের অধিনায়কত্ব পর্বে ধোনি ভারতকে প্রায় সব ট্রফি দিয়েছে। এরপরেই সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন পুণে সুপারজায়ান্টস কর্তৃপক্ষকে আক্রমণ করে সংযোজন, যদিও ফ্র্যাঞ্চাইজিগুলো বলতে পারে, নিজের টাকায় ওরা দল চালায় ঠিকই, তা সত্ত্বেও ধোনির মানের কাউকে নেতৃত্ব থেকে সরাতে পারে না। প্রাক্তন ক্রিকেটার হিসেবে পুরো বিষয়টাতে আমার খুব রাগ ও দুঃখও হচ্ছে। ‌ গত সংস্করণে আইপিএলে পুণে সুপারজায়ান্টসের খারাপ পারফরম্যান্সের জন্যও ধোনিকে দায়ী করতে নারাজ আজ্জু। তাঁর বিশ্লেষণ, যদি গোটা দলই না ভাল খেলতে পারে, তাহলে একা ক্যাপ্টেন কী করবে? ধোনি যদি সতীর্থদের কাছে অনুপ্রেরণা না হতে পারে, তাহলে দু'বার আইপিএল খেতাব জিতল কী করে? এমন প্রশ্ন তুলে আজাহারের অভিযোগ, কর্পোরেট বোর্ড রুমের ট্যাকটিক্স ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিদের ভীষণভাবে নিচে নামিয়ে আনছে।
×