ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভেনিসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশিত: ১৮:৪৩, ২২ ফেব্রুয়ারি ২০১৭

ভেনিসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অনলাইন রিপোর্টার॥ ইতালীর ভেনিস শহরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শহরের মারগারায় আয়োজন করা হয় আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে সেখানে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত আলোচনা সভায় অংশ নেন স্থানীয় বাংলাদেশি প্রবাসীরা। এ ছাড়া এতে ইতালি, যুক্তরাষ্ট্র, আফ্রিকাসহ বিভিন্ন দেশের মানুষ অংশগ্রহণ করে। বক্তারা ১৯৫২ সালের একুশে ফ্রেব্রুয়ারিতে ভাষার দাবিতে সালাম, রফিক, জব্বার, বরকতসহ যাঁরা প্রাণ দিয়েছিলেন তাঁদের মহান আত্মত্যাগের কথা স্মরণ করেন। আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেন ইতালিতে কর্মরত বিশিষ্ট ব্যবসায়ী মজিবর রহমান সরকার, ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার, সোনিয়া ইসলাম, ক্লাউডিয়া কারবনি, জিবি মাউওয়াই, একি রিলিয়া আরান্দা, নান দিনো কাপোভিলা প্রমুখ। আলোচনা শেষে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মানুষ।
×