ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সমকামিতা বেআইনি, কিন্তু সমলিঙ্গের প্রতি আকর্ষণ স্বাভাবিক

প্রকাশিত: ১৮:৪২, ২২ ফেব্রুয়ারি ২০১৭

সমকামিতা বেআইনি, কিন্তু সমলিঙ্গের প্রতি আকর্ষণ স্বাভাবিক

অনলাইন ডেস্ক ॥ ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন এক গণবিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে সমলিঙ্গের প্রতি আকর্ষণকে তাদের ভাষায় ঠিক আছে বা 'ওকে' বলে বর্ণনা করা হয়েছে। যদিও দেশটিতে সমকামিতা এখনো বেআইনিই থাকছে। আইন সংশোধন বা পরিবর্তন ছাড়াই নতুন কম বয়েসী ছেলেমেয়েদের প্রাথমিক প্রজনন স্বাস্থ্য বিষয়ক শিক্ষার কিছু উপকরণে ভারতের সরকার বলছে, কম বয়েসী ছেলেমেয়েদের বিপরীত লিঙ্গ কিংবা সমলিঙ্গের কারো প্রতি আকর্ষণ বোধ করাটা স্বাভাবিক। তবে, সম্পর্ক, তা সমলিঙ্গ কিংবা বিপরীত লিঙ্গের মধ্যে, যাই হোক না কেন, হতে হবে বিশ্বাস ও সম্মানের ভিত্তিতে। তে আরো বলা হয়, কোন মেয়ে যদি যৌন সম্পর্ক স্থাপন করতে অস্বীকৃতি জানায়, অর্থাৎ না বলে, সেটাকে না বলেই বিবেচনা করতে হবে। দেশটির ২৬ কোটিরও বেশি কমবয়েসী ছেলেমেয়েদের জন্য নতুন একগুচ্ছ শিক্ষা উপকরণে স্বাস্থ্য মন্ত্রণালয় এসব নির্দেশনা দিয়েছে। এতে আরো বলা হয়েছে, কোন ঘটনায় বা আবেগে ছেলে শিশু বা কিশোরদের কান্না পেলে সেটি অস্বাভাবিক নয়। ভারতীয় উপমহাদেশে ছেলেদের কান্নাকে দুর্বলতা বা ব্যক্তিত্বের সংকট বলে তামাশা করা হয়। সূত্র : বিবিসি বাংলা
×