ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যাংক ও প্রতিষ্ঠানের মাতৃভাষা দিবস পালন

প্রকাশিত: ০৮:১৭, ২২ ফেব্রুয়ারি ২০১৭

ব্যাংক ও প্রতিষ্ঠানের মাতৃভাষা দিবস পালন

জনকণ্ঠ ডেস্ক ॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানসহ ব্যাংক, বিশ্ববিদ্যালয় ও কলেজ। এর মধ্যে রয়েছে সরকারী কর্মকমিশন সচিবালয়, হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, জনতা ব্যাংক লিমিটেড, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ট্রাস্ট স্কুল এ্যান্ড কলেজ। খবর বিজ্ঞপ্তির। সরকারী কর্মকমিশন সচিবালয় ॥ এ উপলক্ষে সোমবার বিকেল ৩টায় বাংলাদেশ সরকারী কর্মকমিশন সচিবালয়ের হলরুমে আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সরকারী কর্মকমিশনের চেয়ারম্যান ও বিশিষ্ট কবি ড. মোহাম্মদ সাদিক প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন কমিশনের সদস্যবৃন্দ। সরকারী কর্মকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ॥ নানা আনুষ্ঠানিকতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)। সদর দফতরে প্রতিষ্ঠিত নিজস্ব শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কর্পোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ আমিনউদ্দিন আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্তী। জনতা ব্যাংক ॥ জনতা ব্যাংক লিমিটেডের সিইও এ্যান্ড এমডি মোঃ আবদুস সালামের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ব্যাংকের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় ব্যাংকের ডিএমডি মোঃ আব্দুছ ছালাম আজাদ, মোঃ নাজিম উদ্দিন, মোঃ হেলাল উদ্দিন এবং মহাব্যবস্থাপকবৃন্দসহ অন্যান্য নির্বাহী, কর্মকর্তা-কর্মচারী, অফিসার সমিতি এবং সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইউজিসি ॥ বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)’র চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের নেতৃত্বে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীগণ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। নর্থ সাউথ ॥ ‘বিশ্বজুড়ে মাতৃভাষা’ এ সেøাগান সামনে রেখে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) একুশে ফেব্রুয়ারি দুই দিনব্যাপী কর্মসূচী হাতে নেয়। কর্মসূচীর মধ্যে ছিল দেয়াল পত্রিকা প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, মোমবাতি প্রজ্বলন, ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনার ও এনএসইউ ক্যাম্পাস শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। কর্মসূচীতে দেশী-বিদেশী শিক্ষার্থী, শিক্ষকসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়। ট্রাস্ট স্কুল এ্যান্ড কলেজ ॥ রাজধানী উত্তরায় ট্রাস্ট স্কুল এ্যান্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে ২১ ফেব্রুয়ারি ভোরে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সেøাগান ও বর্ণমালাখচিত ফেস্টুন, কালো ব্যাজ ধারণ এর কালো পতাকা শোভিত প্রভাতফেরি প্রদক্ষিণ করে উত্তরা মডেল টাউনের বিভিন্ন সেক্টর।
×