ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিদেশে বাংলাদেশ মিশনে শহীদ দিবস পালন

প্রকাশিত: ০৭:৫৩, ২২ ফেব্রুয়ারি ২০১৭

বিদেশে বাংলাদেশ মিশনে শহীদ দিবস পালন

কূটনৈতিক রিপোর্টার ॥ বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনে যথাযোগ্য মর্যাদায় এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত হয়েছে। এছাড়া বিভিন্ন দেশে দেশে প্রবাসী বাংলাদেশীরাও নানা অনুষ্ঠানের মাধ্যমে শহীদ দিবস পালন করেছে। মঙ্গলবার ঢাকায় প্রাপ্ত খবরে জানা যায়, বিদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, জাতির উদ্দেশে দেয়া রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও ইউনেস্কো মহাপরিচালকের বাণী পড়ে শোনানো হয়। বিভিন্ন মিশনে নির্মিত শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও প্রভাতফেরিরও আয়োজন করা হয়। দিল্লী, কলকাতা, আগরতলা, মুম্বাই, ইসলামাবাদ, করাচী, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন, ওয়াশিংটন, লন্ডন, কুয়ালালামপুর, বৈরুত, রিয়াদ, প্যারিস, বার্লিনসহ বিভিন্ন মিশনে আন্তর্জাতিক মাতৃভাষা পালনের খবর পাওয়া গেছে। এই প্রতিবেদন লেখার সময়েও বিশ্বের বিভিন্ন বাংলাদেশ মিশন থেকে মহান শহীদ দিবস পালনের খবর আসছিল। কলকাতার বাংলাদেশ মিশনে মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকালে কলকাতা মিশনে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। এরপর কলকাতার বাংলাদেশ গ্রন্থাগার ও তথ্যকেন্দ্র থেকে একটি প্রভাতফেরি শুরু হয়। এটা বিভিন্ন সড়ক ঘুরে এসে মিশন প্রাঙ্গণে এসে শেষ হয়। নিউইয়র্কের জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। মিশনের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু অডিটোরিয়ামে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। সেখানে শহীদ দিবস উপলক্ষে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক ও কলামিস্টসহ বিভিন্ন পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাঙালীর উপস্থিতিতে নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী একুশের প্রথম প্রহরে মিশনের অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, ভাষা আন্দোলনের পথ ধরেই আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। বীর বাঙালী পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার লাল সূর্য। নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান, প্রবাসী বাঙালীদের সন্তানদের বাংলা ভাষার অনুশীলন আরও বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
×