ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রজার ফেদেরার

দ্বৈতে নাদালকে সঙ্গী চান ফেদেরার

প্রকাশিত: ০৬:০৮, ২২ ফেব্রুয়ারি ২০১৭

দ্বৈতে নাদালকে সঙ্গী চান ফেদেরার

স্পোর্টস রিপোর্টার ॥ কোর্টে পরস্পরের চরম প্রতিপক্ষ এবং শত্রুও। কিন্তু ম্যাচ শেষের ঠিক পরপরই তারা একে অপরের বড় বন্ধু। স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল আর সুইজারল্যান্ডের রজার ফেদেরারের মধ্যে এই টেনিস কোর্টের শত্রুতা ও প্রতিদ্বন্দ্বিতা অনেক পুরনো। এবার দীর্ঘদিন পর কোন গ্র্যান্ডসøাম আসরে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে তারা পরস্পরের বিরুদ্ধে লড়েছেন। জিতে গেছেন ফেদেরার। কিন্তু ম্যাচশেষে তারা আগের মতোই বন্ধু। সেই বন্ধু নাদালকে এবার দ্বৈতের সঙ্গী হিসেবে চান ফেদেরার। এ বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে লেভার কাপ। আগামী সেপ্টেম্বরে প্রাগে অনুষ্ঠিত হবে এই আসরটি। সেখানে দুই কিংবদন্তি টেনিস খেলোয়াড় বিয়র্ন বর্গ ও জন ম্যাকেনরোর নেতৃত্বে থাকবে দুটি দল। বিয়র্নের নেতৃত্বাধীন ইউরোপিয়ান টিম এবং ম্যাকনেরোর অবশিষ্ট বিশ্ব একাদশ অংশ নেবে। এ টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে রড লেভারের নামে যিনি ১৯৬৯ সালে ক্যালেন্ডার সøাম জিতেছিলেন। ফেদেরার এই আসরে চান নাদালের সঙ্গে জুটি বাঁধতে। তিনি বলেন, ‘আমি সবসময়ই চাই নাদালের সঙ্গে খেলতে। দুই বছর পর কাইরন পাওয়েল স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দুই বছর পর ফিরেছেন কাইরন পাওয়েল। ২০১৪ সালের জুনে শেষ ওয়ানডে খেলেছেন ২৬ বছর বয়সী এই ওপেনার। ঘরোয়া লিস্ট এ প্রতিযোগিতায় চমৎকার পারফর্মেন্স করে নির্বাচকদের নজর কেড়েছেন। তিনটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি করে শীর্ষ রান সংগ্রাহক তিনি। তবে বাদ পড়েছেন তারকা অলরাউন্ডার মারলন স্যামুয়েলস, বাঁহাতি স্পিনার সুলিমান বেন, উইকেটরক্ষক ব্যাটসম্যান জনসন চার্লস ও অফস্পিনার সুনীল নারাইন। নর্থসাউন্ডে ৩ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে শুরু এই সিরিজ। ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল ॥ জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, কার্লোস ব্র্যাথওয়েট, ক্রেইগ ব্র্যাথওয়েট, জনাথন কার্টার, মিগুয়েল কামিন্স, শেন ডউরিচ, শ্যানন গাব্রিয়েল, সাই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মেদ, এ্যাশলে নার্স, কাইরন পাওয়েল ও রোভম্যান পাওয়েল।
×