ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা

প্রকাশিত: ০৬:০৭, ২২ ফেব্রুয়ারি ২০১৭

বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা

স্পোর্টস রিপোর্টার ॥ নাটকীয় জয়ে মহিলা বিশ্বকাপ ক্রিকেটের বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। কলম্বোর পি সারা ওভালে রুদ্ধশ্বাস ফাইনালে শেষ বলে জয়ের পথে দক্ষিণ আফ্রিকাকে ১ উইকেটে হারিয়েছে ভারতের মেয়েরা। ২৪৫ রানের লক্ষ্যে শেষ ওভারে ৯ ও শেষ বলে ২ রান প্রয়োজন ছিল ভারতের। শেষ ব্যাটারকে নিয়ে অধিনায়ক হারমান প্রিত কাউর অবিশ্বাস্য জয় এনে দেন। ৪১ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া দিপ্তী শর্মা ৭১ ও মোনা মিশরাম করেন ৫৯ রান। বাছাইয়ের দুই ফাইনালিস্ট ভারত-দ. আফ্রিকা ছাড়া আগামী মহিলা বিশ্বকাপের (জুন-জুলাইয়ে) টিকেট পাওয়া অপর দুই দল শ্রীলঙ্কা ও পাকিস্তান। মোট আট দলের আসন্ন ওই বিশ্বকাপে স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে আগে থেকেই রয়েছে শক্তিধর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। যারা গত বিশ্বকাপের সেরা চারে থাকার সুবাদে সরাসরি খেলবে। উল্লেখ্য, গ্রুপ পর্ব পেরিয়ে বাছাইয়ের সুপার সিক্সে উঠলেও সেখানে মাত্র এক জয়ে পঞ্চম স্থানে থেকে বিদায় নেয় বাংলাদেশ নারী দল। আরও পরিবর্তনের আভাস দিলেন মরিনহো স্পোর্টস রিপোর্টার ॥ ইউরোপা লীগের প্রথম লেগে দুর্দান্ত এক জয় এসেছে। জ¬াতান ইব্রাহিমোভিচের হ্যাটট্রিকে ৩-০ গোলে সেইন্ট এটিয়েনকে হারিয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে দ্বিতীয় লেগে একাদশে বেশ কিছু পরিবর্তন আনবেন কোচ জোশে মরিনহো। এমনটাই জানিয়েছেন তিনি। পরবর্তী লেগে ফ্রান্সে গিয়ে খেলতে হবে ম্যান ইউকে। সেই ম্যাচেও জয় নিয়ে ইউরোপা লীগের শেষ ষোলো নিশ্চিত করতে চান মরিনহো। গত রবিবার এফএ কাপে মরিনহো দলে ৭টি পরিবর্তন এনেছিলেন। সেটা ফলপ্রসূই হয়েছে। ব্ল্যাকবার্ন রোভার্সের বিরুদ্ধে ২-১ গোলের জয় তুলে নিয়েছে পরিবর্তিত একাদশ। আগামী রবিবার ইংলিশ লীগ কাপ ফাইনালে সাউদাম্পটনের বিরুদ্ধেও পরিবর্তনের ধারা অব্যাহত রাখবেন মরিনহো। তিনি মূলত সব খেলোয়াড়কে তরতাজা ও উজ্জীবিত রাখার জন্যই ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর এ তত্ত্বটা কাজে লাগাচ্ছেন। সবমিলিয়ে এই মৌসুমে ম্যানইউকে ৬৫ ম্যাচ খেলতে হবে যদি ইউরোপা লীগ, লীগ কাপ ও এফএ কাপের ফাইনালে উঠতে সক্ষম হয়। পর্তুগীজ কোচ মরিনহো বলেন, ‘আমাদের সেইন্ট এটিয়েন, লীগ কাপ ফাইনাল এবং আশা করছি হয়ত ইউরোপা লীগেও অন্তত আরেক ম্যাচ খেলতে হবে। এছাড়া লড়তে হবে প্রিমিয়ার লীগের সেরা চারে থাকার জন্য। তাই অনেক কিছু আছে গভীরভাবে চিন্তা-ভাবনা করার।’
×