ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিপাকে উত্তরাঞ্চল, সুবিধাজনক অবস্থায় মধ্যাঞ্চল

প্রকাশিত: ০৬:০৫, ২২ ফেব্রুয়ারি ২০১৭

বিপাকে উত্তরাঞ্চল, সুবিধাজনক অবস্থায় মধ্যাঞ্চল

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে সুবিধাজনক স্থানে আছে ওয়ালটন মধ্যাঞ্চল। বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) তৃতীয় রাউন্ড শেষে চতুর্থ রাউন্ডে এসে জ্বলে উঠেছে মধ্যাঞ্চল। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে ৩৮৩ রানে এগিয়ে রয়েছে মধ্যাঞ্চল। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে বিপাকে পড়েছে বিসিবি উত্তরাঞ্চল। ফলোঅনে পড়ে এখন হারের শঙ্কায় আছে উত্তরাঞ্চল। ফতুল্লায় চতুর্থ রাউন্ডের খেলায় এসে তৃতীয়দিনে ঝলক দেখিয়েছে মধ্যাঞ্চল। দলটি এবার ভাল খেলছে। প্রথম ইনিংসে ৩২৮ রান করার পর দ্বিতীয় ইনিংসে তৃতীয়দিন শেষ হওয়ার আগ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ২৬৬ রান করেছে। মার্শাল আইয়ুবের ৭৩ ও তাইবুর রহমানের অপরাজিত ৫৫ রানে এগিয়ে চলেছে মধ্যাঞ্চল। পূর্বাঞ্চল থেকে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছে। দ্বিতীয়দিন শেষে পূর্বাঞ্চল ৬ উইকেটে ১১৪ রান করেছিল। তৃতীয় দিন এসে ৯৭ রান যোগ করে অলআউট হয়ে গেছে। তাতে করে শুরুতেই মধ্যাঞ্চল ১১৭ রানে এগিয়ে গেছে। তৃতীয়দিন শেষে চার শ’ রানের কাছাকাছি এগিয়ে গেছে মধ্যাঞ্চল। আজ ম্যাচের চতুর্থদিন। বিকেএসপি-৪ নম্বর মাঠে দক্ষিণাঞ্চল একচেটিয়া খেলে চলেছে। এখন পর্যন্ত এক ইনিংস ব্যাটিং করেছে। তাতেই জয়ের সুবাতাস পাচ্ছে। উত্তরাঞ্চল ফলোঅনে পড়েছে। দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসে তুষার ইমরানের ২২০ রানে ভর দিয়ে ৫০১ রান করেছে। নাহিদুল ইসলামের (৫/১০৪) দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ২৪২ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়েছে উত্তরাঞ্চল। এরপর আবার ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১৫৪ রান করেছে। এখনও দক্ষিণাঞ্চল থেকে ১০৫ রানে পিছিয়ে আছে উত্তরাঞ্চল। হাতে থাকা ৮ উইকেট আজ চতুর্থ ও শেষদিনে যত দ্রুত পড়বে, হারের সম্ভাবনাও তত দ্রুত বাড়বে উত্তরাঞ্চলের। ফরহাদ হোসেন (৬২*) ও নাঈম ইসলামই (২৪*) এখন ভরসা। আজ এ দুই ব্যাটসম্যান দলকে হারের খপ্পর থেকে বাঁচাতে ব্যাট হাতে নামবেন। স্কোর ॥ মধ্যাঞ্চল-পূর্বাঞ্চল ম্যাচ- ফতুল্লা ॥ মধ্যাঞ্চল প্রথম ইনিংস-৩২৮/১০; শরীফ ৭০; জায়েদ ৫/৭৭ ও দ্বিতীয় ইনিংস ২৬৬/৫; ৬৭ ওভার (মার্শাল ৭৩, তাইবুর ৫৫*, মেহরাব জুনিয়র ৩৮, সোহান ৩২*; মুমিনুল ২/৪০)। পূর্বাঞ্চল প্রথম ইনিংস-দ্বিতীয়দিন শেষে ১১৪/৬; ৩৯.৪ ওভার (ইমতিয়াজ ৩৬, মুমিনুল ২৪, লিটন ১৮; শরীফ ৪/২৪ ও তৃতীয়দিন ২১১/১০; ইয়াসির ৪৮*, আবুল ৪৮; শরীফ ৪/৫৯)। দক্ষিণাঞ্চল-উত্তরাঞ্চল ম্যাচ-বিকেএসপি ৪ ॥ দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস-৫০১/১০; (তুষার ২২০, নাফীস ৭৪, মোসাদ্দেক ৫৭; সোহরাওয়ার্দী ৪/১০৫, নাসির ২/৭৭)। উত্তরাঞ্চল প্রথম ইনিংস-দ্বিতীয়দিন ১০৭/৪; (ফরহাদ ৫৬, শান্ত ২৪; নাহিদুল ৩/৪০ ও তৃতীয়দিন ২৪২/১০; ৬২.২ ওভার; ধীমান ৬৭; নাহিদুল ৫/১০৪, রাজ্জাক ৩/৭৪ এবং দ্বিতীয় ইনিংস ১৫৪/২; ৬১ ওভার (ফরহাদ ৬২*, জুনায়েদ ৪৬, নাঈম ২৪*; মোসাদ্দেক ১/৩২)। *তৃতীয়দিন শেষে
×